নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় সালিসে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এস এম মোস্তফা কামাল (৪৮) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার কুন্দশী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ লোকজনের হামলায় নিহতের প্রতিপক্ষের দুজন গুলিবিদ্ধ হন।
দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
নিহত মোস্তফা কামাল উপজেলার উত্তর মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে। তিনি লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান। এ ছাড়া মোস্তফা কামাল লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার কুন্দশী এলাকায় সালিসে যোগ দিতে মোস্তফা কামাল মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি মোস্তফা কামালের বুক ও পিঠে বিদ্ধ হয়।
স্থানীয়রা মোস্তফা কামালকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল রাত ১১টার দিকে তিনি মারা যান।
মোস্তফা কামাল গুলিবিদ্ধ হওয়ার পর ক্ষুব্ধ লোকজন প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য আকবর হোসেন লিপনের বাড়িসহ তাঁর লোকজনের ওপর হামলা চালান। এ সময় মঙ্গলহাটা উত্তরপাড়ার পান্নু মোল্যার ছেলে পলাশ মোল্যা (৪০) ও লিটন শেখের ছেলে ফয়সাল শেখ (২৬) গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ পলাশ মোল্যা ও ফয়সাল শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ইউপি নির্বাচনে আকবর হোসেন লিপন চেয়ারম্যান পদে প্রার্থী হলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাত বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় মোস্তফা কামাল প্রধান আসামি ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে কেউ কেউ মনে করছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নড়াইলের লোহাগড়ায় সালিসে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এস এম মোস্তফা কামাল (৪৮) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার কুন্দশী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ লোকজনের হামলায় নিহতের প্রতিপক্ষের দুজন গুলিবিদ্ধ হন।
দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
নিহত মোস্তফা কামাল উপজেলার উত্তর মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে। তিনি লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান। এ ছাড়া মোস্তফা কামাল লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার কুন্দশী এলাকায় সালিসে যোগ দিতে মোস্তফা কামাল মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি মোস্তফা কামালের বুক ও পিঠে বিদ্ধ হয়।
স্থানীয়রা মোস্তফা কামালকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল রাত ১১টার দিকে তিনি মারা যান।
মোস্তফা কামাল গুলিবিদ্ধ হওয়ার পর ক্ষুব্ধ লোকজন প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য আকবর হোসেন লিপনের বাড়িসহ তাঁর লোকজনের ওপর হামলা চালান। এ সময় মঙ্গলহাটা উত্তরপাড়ার পান্নু মোল্যার ছেলে পলাশ মোল্যা (৪০) ও লিটন শেখের ছেলে ফয়সাল শেখ (২৬) গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ পলাশ মোল্যা ও ফয়সাল শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ইউপি নির্বাচনে আকবর হোসেন লিপন চেয়ারম্যান পদে প্রার্থী হলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাত বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় মোস্তফা কামাল প্রধান আসামি ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে কেউ কেউ মনে করছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৪ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৮ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২০ দিন আগে