Ajker Patrika

বাঁধনকে নিয়ে সিনেমা নির্মাণে প্রস্তুত লামিয়া, বাবা হত্যার রায়ে জানালেন প্রতিক্রিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ড মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সানজিদুল ইসলাম ইমনসহ ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন।

রায় শুনে সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী ফেসবুকে তাঁর প্রতিক্রিয়া শেয়ার করেন। পরে পোস্টটি ডিলিট করে দেন তিনি। আজকের পত্রিকাকে লামিয়া বলেন, ‘আমি বিষয়টি নিয়ে কথা বলতে চাইনি। অনেকেই ফোন করছিলেন। তাই সবার উদ্দেশে ফেসবুকে আমার প্রতিক্রিয়াটি শেয়ার করি। কিন্তু এরপর আরও বেশি মানুষ এ নিয়ে জানতে চাইতে শুরু করে। তাই আমি এটি ডিলিট করে দিই।’

বাবা হত্যার রায় শুনে প্রতিক্রিয়ায় লামিয়া বলেছেন, ‘আমার বাবা তো ফেরত আসবে না। উনারা (অপরাধীরা) যেটা করেছেন, সেটার জবাব উনাদেরই দিতে হবে। উনাদের যাবজ্জীবন হোক কিংবা যেটাই হোক—বাবার মৃত্যু আমার জীবনে যে প্রভাব ফেলেছে, সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না। রিয়ালিটি নিয়েই আমাকে থাকতে হবে। এখন তাঁদের বিচারে আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি, হবেও না।’

অন্যদিকে, নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সোহেল-দিতির কন্যা লামিয়া। তাঁর প্রথম সিনেমা ‘মেয়েদের গল্প’। লামিয়া পড়াশোনা করেছেন ফিল্ম প্রোডাকশনের ওপর। বছর দশেক আগে এই সিনেমার কথা বলেছিলেন মা দিতিকে। গল্প শুনে সিনেমায় অভিনয় ও প্রযোজনা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ২০১৬ সালে দিতির মৃত্যুর কারণে সব থমকে যায়।

বাবা সোহেল চৌধুরী ও মা দিতির সঙ্গে লামিয়া	সম্প্রতি সিনেমাটির কাজ শুরু করেছেন লামিয়া। প্রথম সিনেমায় নির্বাহী প্রযোজক হিসেবে পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে নারীদের দৃষ্টিকোণ থেকে গল্প বলার জায়গা কম। আগেই ভেবে রেখেছি, যখন নিজের প্রযোজনায় কিছু করব, সেটা যেন নারীদের দৃষ্টিকোণ থেকে দেখা গল্প হয়। একবার দিতি আপুর কবর জিয়ারত করতে যাওয়ার সময় গাড়িতে বসেই লামিয়া গল্পটা আমাকে শোনায়। তখনই বলেছিলাম, কাজটি করতে চাই।’

লামিয়া চৌধুরীমেয়েদের গল্প সিনেমার চিত্রনাট্যর কাজ শেষে চলছে অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ। আগামী অক্টোবরে শুটিং শুরু করতে চান লামিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত