Ajker Patrika

বগুড়ায় অটোরিকশায় মোটরসাইকেল থেকে ‘গুলি’, নারী আহত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৪, ২০: ৩১
বগুড়ায় অটোরিকশায় মোটরসাইকেল থেকে ‘গুলি’, নারী আহত

বগুড়ায় শাজাহানপুর উপজেলার দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সময় ওই নারীর সঙ্গে থাকা ছেলের দাবি, তাঁর মা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, ওই নারী গুলি বা অন্য কীসের আঘাতে আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

আহত জুলেখা খাতুন (৪০) শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী-সন্তানসহ বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় ভাড়া বাসায় বাস করেন। 

জুলেখা খাতুনের ছেলে জাকির হোসেন (২২) আজকের পত্রিকাকে জানান, তাঁরা গোহাইল থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে বগুড়া শহরে আসছিলেন। অটোরিকশায় চালকসহ তারা তিনজন ছিলেন। বেলা তিনটার দিকে বিপরীতমুখী চারটি মোটরসাইকেলে আটজন যুবক অটোরিকশাটিকে অতিক্রম করার সময় আকস্মিকভাবে একটি গুলি করে। গুলিটি তাঁর মায়ের ঠোঁটের নিচে বিদ্ধ হয়। এতে তাঁর দুইটি দাঁত ভেঙে যায়। পরে তিনি তাঁর মাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, হাসপাতালে ওই নারীর চিকিৎসা চলছে। গুলি বা অন্য কোনো কিছুর আঘাতে ওই নারী আহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এক্স-রে করার পর চিকিৎসকের বরাত দিয়ে বিস্তারিত বলা যাবে। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘জুলেখার দুটি দাঁত ভেঙে যাওয়ার পাশাপাশি মুখগহ্বরেও ক্ষত সৃষ্টি হয়েছে। রোগীর স্বজনরা দাবি করেছেন যে গুলিবিদ্ধ হওয়ায় এমনটি হয়েছে। গুলি থেকে এমন ক্ষত হতে পারে। তবে সে বিষয় নিশ্চিত করে বলতে গেলে ফরেনসিক রিপোর্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত প্রয়োজন হবে।’ আগামী শনিবার বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে দেখবেন বলে জানান তিনি। 

উল্লেখ্য, ২০২১ সালের ৪ মে সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম-জোড়া গ্রামের মাঝামাঝি ফাঁকা স্থানে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা একটি সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে মোজাফফর হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত