হিন্দি গানের বর্তমান প্রজন্ম
সনু নিগম, শান, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, মোহিত চৌহান কিংবা কেকের মতো শিল্পীদের এখন বলিউড সিনেমার গানে খুব একটা পাওয়া যায় না, গত এক যুগে বলিউডের গানে যাঁদের আধিপত্য ছিল সবচেয়ে বেশি। অরিজিৎ সিং সমানতালে আধিপত্য ধরে রেখে গাইছেন গত কয়েক বছর। এরপর কারা? বলিউডে এসেছেন এক ঝাঁক নতুন প্রজন্মের প্লেব্যাক গ