ন্যান্সি বললেন, ফেসবুক তো আমার ড্রইংরুম নয়
নতুন করে ঘর বেঁধেছেন ন্যান্সি। বিয়ের বয়স সাত মাস। মা হতে চলেছেন। এই পরিস্থিতিতে সাংসারিক কিছু জটিলতার ভেতর দিয়ে যেতে হচ্ছিল গায়িকা ন্যান্সিকে। হাঁপিয়েই উঠেছিলেন। সব কথা, সব অভিমান, টানাপোড়েন—জড়ো করে পোস্ট করেছিলেন ফেসবুকে। তারপর দুই দিন ধরে অনেক তোলপাড় হয়ে গেছে অনলাইনে।