উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কবীর সুমনের কণ্ঠে এল বাংলাদেশের গীতিকার এনামুল কবির সুজনের লেখা গান। আজ প্রকাশ হয়েছে ‘যাচ্ছে জীবন’ শিরোনামের এই গানের ভিডিও। কবীর সুমনের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে গানটি। রূপকথা মিউজিক এর ইউটিউব চ্যানেল ও এনটিভির ফেসবুক পেজসহ আমাজান, স্পোটিফাই, অ্যাপল স্টোর ও বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে একযোগে মুক্তি দেয়া হচ্ছে এই গান। কিছু দিন আগেই গানটিতে কণ্ঠ দেন কবীর সুমন। চলছিল ভিডিও নির্মাণের কাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গানের বিভিন্ন সিকোয়েন্সে অভিনয় করেছেন গীতিকার এনামুল কবির সুজন, জিয়াউল হাসান কিসলুসহ অনেকে।
গানটি প্রসঙ্গে এক অডিও বার্তায় কবীর সুমন বলেন,‘গানটি সুজন ও আমার একটি মাইলষ্টোন গান হিসেবে বেঁচে থাকবে।’
গীতিকবি সুজন বলেন, ‘এটি আমার জীবনের এক পরম পাওয়া, আমি ভবিষ্যতেও এই ধরণের কথা লিখতে চাই।’
সুজনের অনেক গানই কণ্ঠস্থ হয়েছে দেশের সিনিয়র এবং হালের জনপ্রিয় সংগীত তারকার কণ্ঠেও। পাশাপাশি তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।
কিংবদন্তি কবীর সুমন আজ (১৬ মার্চ) ৭৩তম জন্মদিনে পা রেখেছেন। জীবনের বিশেষ দিনটিতে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। ১৯৪৯ সালের ১৬ মার্চ কবীর সুমনের জন্ম ভারতের উড়িষ্যায়। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য ২০০০ সালে ধর্মান্তরিত হয়ে নিজের নাম নিজেই রেখেছিলেন কবীর সুমন। গানের বাইরেও বিভিন্ন পরিচয়ে কাজ করেছেন তিনি। অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার এবং সংসদ সদস্য হিসেবেও বিভিন্ন সময় তাকে পাওয়া গেছে।
উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কবীর সুমনের কণ্ঠে এল বাংলাদেশের গীতিকার এনামুল কবির সুজনের লেখা গান। আজ প্রকাশ হয়েছে ‘যাচ্ছে জীবন’ শিরোনামের এই গানের ভিডিও। কবীর সুমনের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে গানটি। রূপকথা মিউজিক এর ইউটিউব চ্যানেল ও এনটিভির ফেসবুক পেজসহ আমাজান, স্পোটিফাই, অ্যাপল স্টোর ও বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে একযোগে মুক্তি দেয়া হচ্ছে এই গান। কিছু দিন আগেই গানটিতে কণ্ঠ দেন কবীর সুমন। চলছিল ভিডিও নির্মাণের কাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গানের বিভিন্ন সিকোয়েন্সে অভিনয় করেছেন গীতিকার এনামুল কবির সুজন, জিয়াউল হাসান কিসলুসহ অনেকে।
গানটি প্রসঙ্গে এক অডিও বার্তায় কবীর সুমন বলেন,‘গানটি সুজন ও আমার একটি মাইলষ্টোন গান হিসেবে বেঁচে থাকবে।’
গীতিকবি সুজন বলেন, ‘এটি আমার জীবনের এক পরম পাওয়া, আমি ভবিষ্যতেও এই ধরণের কথা লিখতে চাই।’
সুজনের অনেক গানই কণ্ঠস্থ হয়েছে দেশের সিনিয়র এবং হালের জনপ্রিয় সংগীত তারকার কণ্ঠেও। পাশাপাশি তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।
কিংবদন্তি কবীর সুমন আজ (১৬ মার্চ) ৭৩তম জন্মদিনে পা রেখেছেন। জীবনের বিশেষ দিনটিতে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। ১৯৪৯ সালের ১৬ মার্চ কবীর সুমনের জন্ম ভারতের উড়িষ্যায়। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য ২০০০ সালে ধর্মান্তরিত হয়ে নিজের নাম নিজেই রেখেছিলেন কবীর সুমন। গানের বাইরেও বিভিন্ন পরিচয়ে কাজ করেছেন তিনি। অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার এবং সংসদ সদস্য হিসেবেও বিভিন্ন সময় তাকে পাওয়া গেছে।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
১৪ মিনিট আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১০ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১০ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১১ ঘণ্টা আগে