জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ অনুষ্ঠানের পর্দা উঠল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে আজ মঙ্গলবার বিকেল ৫টার পর মঞ্চে আসে মাইলস ব্যান্ড। তাঁরা পরিবেশনা শুরু করেন জনপ্রিয় গান ‘চাঁদ তারা সূর্য’ দিয়ে। এরপর তাঁরা একে একে পরিবেশন করেন ‘নীলা’, ‘ধিকিধিকি’, ‘ফিরিয়ে দাও’-এর মতো জনপ্রিয় গান।
বিকেল ৫টা ৪০ মিনিটে মঞ্চে ওঠেন মমতাজ বেগম। তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন ‘রক্তে সাগর’ গান দিয়ে। এরপর একে একে গেয়েছন ‘না জানি কোন অপরাধে,’ ‘মড়ার কোকিলে’-এর মতো জনপ্রিয় গান।
এর আগে বিকেল ৫টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কনসার্টের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। নিজেদের পরিবেশনা নিয়ে প্রথমে মঞ্চে আসে ব্যান্ড মাইলস, এরপর মমতাজ।
অনুষ্ঠান উপস্থাপনা করছেন রুমানা মালিক মুনমুন। কনসার্টের মূল আকর্ষণ এআর রহমান মঞ্চে উঠবেন ৭টার পর।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় ভেন্যুর দ্বার খুলে দেওয়ার আগে থেকেই গেটের সামনে দর্শকদের সারি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের সমাগমও বাড়ছে। কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে কনসার্টে এসেছেন। মিরপুর থেকে আসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাসান ফয়সাল বলেন, ‘আমি এআর রহমানের ভক্ত। তাঁর নতুন গান প্রকাশ হলেই শুনি। এবার সরাসরি তাঁর গান শোনার জন্য উদগ্রীব হয়ে আছি।’
মাইলস ও মমতাজের পরিবেশনা শেষে একঘন্টা বিরতি দেওয়া হয়। এ আর রাহমানের প্রতীক্ষায় যখন স্টেডিয়াম ভর্তি দর্শক তখনই শুরু হয় বৃষ্টি। মাঠ ছেড়ে দর্শক উঠে আসেন গ্যালারিতে। বৃষ্টি থামলেই মঞ্চে উঠবেন এ আর রহমান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ অনুষ্ঠানের পর্দা উঠল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে আজ মঙ্গলবার বিকেল ৫টার পর মঞ্চে আসে মাইলস ব্যান্ড। তাঁরা পরিবেশনা শুরু করেন জনপ্রিয় গান ‘চাঁদ তারা সূর্য’ দিয়ে। এরপর তাঁরা একে একে পরিবেশন করেন ‘নীলা’, ‘ধিকিধিকি’, ‘ফিরিয়ে দাও’-এর মতো জনপ্রিয় গান।
বিকেল ৫টা ৪০ মিনিটে মঞ্চে ওঠেন মমতাজ বেগম। তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন ‘রক্তে সাগর’ গান দিয়ে। এরপর একে একে গেয়েছন ‘না জানি কোন অপরাধে,’ ‘মড়ার কোকিলে’-এর মতো জনপ্রিয় গান।
এর আগে বিকেল ৫টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কনসার্টের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। নিজেদের পরিবেশনা নিয়ে প্রথমে মঞ্চে আসে ব্যান্ড মাইলস, এরপর মমতাজ।
অনুষ্ঠান উপস্থাপনা করছেন রুমানা মালিক মুনমুন। কনসার্টের মূল আকর্ষণ এআর রহমান মঞ্চে উঠবেন ৭টার পর।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় ভেন্যুর দ্বার খুলে দেওয়ার আগে থেকেই গেটের সামনে দর্শকদের সারি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের সমাগমও বাড়ছে। কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে কনসার্টে এসেছেন। মিরপুর থেকে আসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাসান ফয়সাল বলেন, ‘আমি এআর রহমানের ভক্ত। তাঁর নতুন গান প্রকাশ হলেই শুনি। এবার সরাসরি তাঁর গান শোনার জন্য উদগ্রীব হয়ে আছি।’
মাইলস ও মমতাজের পরিবেশনা শেষে একঘন্টা বিরতি দেওয়া হয়। এ আর রাহমানের প্রতীক্ষায় যখন স্টেডিয়াম ভর্তি দর্শক তখনই শুরু হয় বৃষ্টি। মাঠ ছেড়ে দর্শক উঠে আসেন গ্যালারিতে। বৃষ্টি থামলেই মঞ্চে উঠবেন এ আর রহমান।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে