ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে ভিন্নধর্মী এক রিয়েলিটি শো। নাম ‘প্রাণ আপ মিউজিক শাটল’। মূলত তরুণ আর প্রতিভাবান গায়কদের জন্যই তৈরি হয়েছে গানের নতুন এই প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন দেশের তিন কণ্ঠশিল্পী—কুমার বিশ্বজিৎ, তানজির তুহিন ও অণিমা রায়।
গত ১ মাস ধরে প্রাণ আপের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে তরুণ-তরুণীদের গান চাওয়া হয়। তাতে সাড়া দিয়ে পেজের ইনবক্সে জমা পড়ে প্রায় ১২ হাজার গান। সেখান থেকে বাছাই শেষে শর্টলিস্টে ১৩০ জন গায়ক-গায়িকার গান নির্বাচিত হয়েছে। এখান থেকেই সেরা ১০ জনের নতুন অডিও গান প্রকাশ পাবে তানভীর তারেকের সুর ও সংগীতে। ঈদে প্রাণ আপের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে শীর্ষ ৫ শিল্পীর গানের ভিডিও।
এই আয়োজনের কো-অর্ডিনেটর সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘তরুণদের জন্য অনেক আগে থেকেই কাজ করার ইচ্ছে ছিল। প্রাণ আপের এই শাটলের অফারটা আমার কাছে দারুণ মনে হলো। মাত্র ১ মাসের ক্যাম্পেইনে এত গান এসেছে যে বিচারকদেরও হিমশিম খেতে হচ্ছে। এরই মধ্যে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ গান শুনে মার্কিং করেছেন। তানজির তুহিন ও অণিমা রায় শিগগিরই তাঁদের রায় জানাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলেই সেরা ১০ জনকে নির্বাচিত করা হবে।’
প্রাণ আপের ব্র্যান্ড ম্যানেজার শোয়েব হাসনাইন বলেন, ‘আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটা নিয়মিত চালু রাখব। যেখান থেকে প্রতিবছর ভালো কিছু গায়ক-গায়িকাকে আমরা উপহার দিতে পারব আশা করছি।’
কুমার বিশ্বজিৎ বলেন, ‘প্রায় সারা দিন অগণিত তরুণদের গান শুনে যা মনে হলো অনেকের ভেতরেই দারুণ সম্ভাবনা রয়েছে। পুরো আয়োজনটি ডিজিটাল প্ল্যাটফর্মে হওয়ায় বিষয়টি সময়োপযোগী মনে হচ্ছে। সবার জন্য শুভকামনা।’
কণ্ঠশিল্পী অণিমা রায় বলেন, ‘অংশগ্রহণকারীদের অনেককেই দারুণ সম্ভাবনাময় মনে হয়েছে। এমন একটি প্ল্যাটফর্ম পেলে অবশ্যই ওরা ভালো করবে।’
আগামী ৫ এপ্রিল থেকে সেরা গায়ক-গায়িকার গানের মিউজিক ভিডিও নির্মাণ শুরু হবে। ভিডিও নির্মাণ করবেন নাজমুল হুদা শাপলা।
ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে ভিন্নধর্মী এক রিয়েলিটি শো। নাম ‘প্রাণ আপ মিউজিক শাটল’। মূলত তরুণ আর প্রতিভাবান গায়কদের জন্যই তৈরি হয়েছে গানের নতুন এই প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন দেশের তিন কণ্ঠশিল্পী—কুমার বিশ্বজিৎ, তানজির তুহিন ও অণিমা রায়।
গত ১ মাস ধরে প্রাণ আপের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে তরুণ-তরুণীদের গান চাওয়া হয়। তাতে সাড়া দিয়ে পেজের ইনবক্সে জমা পড়ে প্রায় ১২ হাজার গান। সেখান থেকে বাছাই শেষে শর্টলিস্টে ১৩০ জন গায়ক-গায়িকার গান নির্বাচিত হয়েছে। এখান থেকেই সেরা ১০ জনের নতুন অডিও গান প্রকাশ পাবে তানভীর তারেকের সুর ও সংগীতে। ঈদে প্রাণ আপের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে শীর্ষ ৫ শিল্পীর গানের ভিডিও।
এই আয়োজনের কো-অর্ডিনেটর সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘তরুণদের জন্য অনেক আগে থেকেই কাজ করার ইচ্ছে ছিল। প্রাণ আপের এই শাটলের অফারটা আমার কাছে দারুণ মনে হলো। মাত্র ১ মাসের ক্যাম্পেইনে এত গান এসেছে যে বিচারকদেরও হিমশিম খেতে হচ্ছে। এরই মধ্যে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ গান শুনে মার্কিং করেছেন। তানজির তুহিন ও অণিমা রায় শিগগিরই তাঁদের রায় জানাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলেই সেরা ১০ জনকে নির্বাচিত করা হবে।’
প্রাণ আপের ব্র্যান্ড ম্যানেজার শোয়েব হাসনাইন বলেন, ‘আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটা নিয়মিত চালু রাখব। যেখান থেকে প্রতিবছর ভালো কিছু গায়ক-গায়িকাকে আমরা উপহার দিতে পারব আশা করছি।’
কুমার বিশ্বজিৎ বলেন, ‘প্রায় সারা দিন অগণিত তরুণদের গান শুনে যা মনে হলো অনেকের ভেতরেই দারুণ সম্ভাবনা রয়েছে। পুরো আয়োজনটি ডিজিটাল প্ল্যাটফর্মে হওয়ায় বিষয়টি সময়োপযোগী মনে হচ্ছে। সবার জন্য শুভকামনা।’
কণ্ঠশিল্পী অণিমা রায় বলেন, ‘অংশগ্রহণকারীদের অনেককেই দারুণ সম্ভাবনাময় মনে হয়েছে। এমন একটি প্ল্যাটফর্ম পেলে অবশ্যই ওরা ভালো করবে।’
আগামী ৫ এপ্রিল থেকে সেরা গায়ক-গায়িকার গানের মিউজিক ভিডিও নির্মাণ শুরু হবে। ভিডিও নির্মাণ করবেন নাজমুল হুদা শাপলা।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
২১ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
২১ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
২১ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
২১ ঘণ্টা আগে