ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে ভিন্নধর্মী এক রিয়েলিটি শো। নাম ‘প্রাণ আপ মিউজিক শাটল’। মূলত তরুণ আর প্রতিভাবান গায়কদের জন্যই তৈরি হয়েছে গানের নতুন এই প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন দেশের তিন কণ্ঠশিল্পী—কুমার বিশ্বজিৎ, তানজির তুহিন ও অণিমা রায়।
গত ১ মাস ধরে প্রাণ আপের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে তরুণ-তরুণীদের গান চাওয়া হয়। তাতে সাড়া দিয়ে পেজের ইনবক্সে জমা পড়ে প্রায় ১২ হাজার গান। সেখান থেকে বাছাই শেষে শর্টলিস্টে ১৩০ জন গায়ক-গায়িকার গান নির্বাচিত হয়েছে। এখান থেকেই সেরা ১০ জনের নতুন অডিও গান প্রকাশ পাবে তানভীর তারেকের সুর ও সংগীতে। ঈদে প্রাণ আপের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে শীর্ষ ৫ শিল্পীর গানের ভিডিও।
এই আয়োজনের কো-অর্ডিনেটর সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘তরুণদের জন্য অনেক আগে থেকেই কাজ করার ইচ্ছে ছিল। প্রাণ আপের এই শাটলের অফারটা আমার কাছে দারুণ মনে হলো। মাত্র ১ মাসের ক্যাম্পেইনে এত গান এসেছে যে বিচারকদেরও হিমশিম খেতে হচ্ছে। এরই মধ্যে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ গান শুনে মার্কিং করেছেন। তানজির তুহিন ও অণিমা রায় শিগগিরই তাঁদের রায় জানাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলেই সেরা ১০ জনকে নির্বাচিত করা হবে।’
প্রাণ আপের ব্র্যান্ড ম্যানেজার শোয়েব হাসনাইন বলেন, ‘আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটা নিয়মিত চালু রাখব। যেখান থেকে প্রতিবছর ভালো কিছু গায়ক-গায়িকাকে আমরা উপহার দিতে পারব আশা করছি।’
কুমার বিশ্বজিৎ বলেন, ‘প্রায় সারা দিন অগণিত তরুণদের গান শুনে যা মনে হলো অনেকের ভেতরেই দারুণ সম্ভাবনা রয়েছে। পুরো আয়োজনটি ডিজিটাল প্ল্যাটফর্মে হওয়ায় বিষয়টি সময়োপযোগী মনে হচ্ছে। সবার জন্য শুভকামনা।’
কণ্ঠশিল্পী অণিমা রায় বলেন, ‘অংশগ্রহণকারীদের অনেককেই দারুণ সম্ভাবনাময় মনে হয়েছে। এমন একটি প্ল্যাটফর্ম পেলে অবশ্যই ওরা ভালো করবে।’
আগামী ৫ এপ্রিল থেকে সেরা গায়ক-গায়িকার গানের মিউজিক ভিডিও নির্মাণ শুরু হবে। ভিডিও নির্মাণ করবেন নাজমুল হুদা শাপলা।
ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে ভিন্নধর্মী এক রিয়েলিটি শো। নাম ‘প্রাণ আপ মিউজিক শাটল’। মূলত তরুণ আর প্রতিভাবান গায়কদের জন্যই তৈরি হয়েছে গানের নতুন এই প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন দেশের তিন কণ্ঠশিল্পী—কুমার বিশ্বজিৎ, তানজির তুহিন ও অণিমা রায়।
গত ১ মাস ধরে প্রাণ আপের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে তরুণ-তরুণীদের গান চাওয়া হয়। তাতে সাড়া দিয়ে পেজের ইনবক্সে জমা পড়ে প্রায় ১২ হাজার গান। সেখান থেকে বাছাই শেষে শর্টলিস্টে ১৩০ জন গায়ক-গায়িকার গান নির্বাচিত হয়েছে। এখান থেকেই সেরা ১০ জনের নতুন অডিও গান প্রকাশ পাবে তানভীর তারেকের সুর ও সংগীতে। ঈদে প্রাণ আপের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে শীর্ষ ৫ শিল্পীর গানের ভিডিও।
এই আয়োজনের কো-অর্ডিনেটর সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘তরুণদের জন্য অনেক আগে থেকেই কাজ করার ইচ্ছে ছিল। প্রাণ আপের এই শাটলের অফারটা আমার কাছে দারুণ মনে হলো। মাত্র ১ মাসের ক্যাম্পেইনে এত গান এসেছে যে বিচারকদেরও হিমশিম খেতে হচ্ছে। এরই মধ্যে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ গান শুনে মার্কিং করেছেন। তানজির তুহিন ও অণিমা রায় শিগগিরই তাঁদের রায় জানাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলেই সেরা ১০ জনকে নির্বাচিত করা হবে।’
প্রাণ আপের ব্র্যান্ড ম্যানেজার শোয়েব হাসনাইন বলেন, ‘আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটা নিয়মিত চালু রাখব। যেখান থেকে প্রতিবছর ভালো কিছু গায়ক-গায়িকাকে আমরা উপহার দিতে পারব আশা করছি।’
কুমার বিশ্বজিৎ বলেন, ‘প্রায় সারা দিন অগণিত তরুণদের গান শুনে যা মনে হলো অনেকের ভেতরেই দারুণ সম্ভাবনা রয়েছে। পুরো আয়োজনটি ডিজিটাল প্ল্যাটফর্মে হওয়ায় বিষয়টি সময়োপযোগী মনে হচ্ছে। সবার জন্য শুভকামনা।’
কণ্ঠশিল্পী অণিমা রায় বলেন, ‘অংশগ্রহণকারীদের অনেককেই দারুণ সম্ভাবনাময় মনে হয়েছে। এমন একটি প্ল্যাটফর্ম পেলে অবশ্যই ওরা ভালো করবে।’
আগামী ৫ এপ্রিল থেকে সেরা গায়ক-গায়িকার গানের মিউজিক ভিডিও নির্মাণ শুরু হবে। ভিডিও নির্মাণ করবেন নাজমুল হুদা শাপলা।
নতুন ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন এফ এস নাঈম। ‘খুব কাছেরই কেউ’ নামের এই কনটেন্টকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশন। এতে নাঈমের সহশিল্পী সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক ঘরানার কনটেন্টটি পরিচালনা করেছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। এটি তাঁর দ্বিতীয় নির্মাণ।
৮ ঘণ্টা আগেআলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘হ্যামেলিনের পাইড পাইপার’ শিরোনামের মঞ্চনাটক। আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি শাখার মিলনায়তনে ওই দিন দুটি প্রদর্শনী হবে নাটকটির। প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।
৮ ঘণ্টা আগেইতিহাস গড়তে চলেছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন অভিনীত মালয়ালম সিনেমা ‘লোকা: চ্যাপ্টার ওয়ান-চন্দ্রা’। ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ২৮ আগস্ট। এই সুপারহিরো ফ্যান্টাসি গল্প দেখতে প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়া ভিড়। প্রথম সপ্তাহেই শতকোটির ঘর পেরিয়ে যায়।
৮ ঘণ্টা আগে১৩ সেপ্টেম্বর শনিবার, রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে গ্লোবাল ব্র্যান্ডস ও মেগাস্টার ফিলিপাইন আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সভাপতিত্ব করবেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের প্রধান উপদেষ্টা রাজু আলীম।
৮ ঘণ্টা আগে