‘বেলা দ্বি-প্রহর, ধু-ধু বালুচর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর’-চৈত্রের দাবদাহে পরিবেশ-প্রকৃতির অবস্থা ঠিক এমনই। এই পরিস্থিতিতে মমতাজ যখন গেয়ে উঠলেন ‘আল্লাহ মেঘ দে, পানি দে’, তখন যেন সত্যিকার অর্থেই শীতল স্পর্শে ভিজিয়ে দিয়ে গেল সংগীত পিপাসুদের শরীর-মন।
একমাসের মাথায় এল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গান ‘প্রার্থনা’। শুক্রবার (১ এপ্রিল) রাতে প্রকাশ করা এ গানে মমতাজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডতারকা মিজান রহমান। দুই জনের অনবদ্য গায়কিতে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গানটি যেন হলো আরও সমৃদ্ধ, আরও প্রাণবন্ত।
প্রায় দেড়মাস আগে (২৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছিল কোক স্টুডিও বাংলার প্রথম গান ‘নাসেক নাসেক’। অনিমেষ রায়ের গাওয়া এ গানে ‘দোল দোল দুলুনি’ নিয়ে সঙ্গী হয়েছিলেন পান্থ কানাই। গানটি শ্রোতাদের এতটাই গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল যে, এখনও পথে-ঘাটে বাজতে শোনা যায় ‘নাসেক নাসেক’।
শ্রোতাদের মনে এ গানের রেশ জিইয়ে রেখেই মমতাজের কণ্ঠে এল পরবর্তী গান ‘আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই’। এ গানের সঙ্গে ফিউশন করা হয়েছে ‘বাবা মাওলানা’। এ অংশটুকু গেয়েছেন মিজান রহমান।
মাখন মিয়া, অনিমেষ রায়, ওয়ার্দা আশরাফ, আরমিন মুসা, রুবাইয়াৎ রহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, বগা তালেব- তাঁরাও কণ্ঠ মিলিয়েছেন এ গানে। পুরো গানের সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব।
শুনুন মমতাজের কণ্ঠে কোক স্টুডিও বাংলার গান ‘প্রার্থনা’
‘বেলা দ্বি-প্রহর, ধু-ধু বালুচর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর’-চৈত্রের দাবদাহে পরিবেশ-প্রকৃতির অবস্থা ঠিক এমনই। এই পরিস্থিতিতে মমতাজ যখন গেয়ে উঠলেন ‘আল্লাহ মেঘ দে, পানি দে’, তখন যেন সত্যিকার অর্থেই শীতল স্পর্শে ভিজিয়ে দিয়ে গেল সংগীত পিপাসুদের শরীর-মন।
একমাসের মাথায় এল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গান ‘প্রার্থনা’। শুক্রবার (১ এপ্রিল) রাতে প্রকাশ করা এ গানে মমতাজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডতারকা মিজান রহমান। দুই জনের অনবদ্য গায়কিতে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গানটি যেন হলো আরও সমৃদ্ধ, আরও প্রাণবন্ত।
প্রায় দেড়মাস আগে (২৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছিল কোক স্টুডিও বাংলার প্রথম গান ‘নাসেক নাসেক’। অনিমেষ রায়ের গাওয়া এ গানে ‘দোল দোল দুলুনি’ নিয়ে সঙ্গী হয়েছিলেন পান্থ কানাই। গানটি শ্রোতাদের এতটাই গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল যে, এখনও পথে-ঘাটে বাজতে শোনা যায় ‘নাসেক নাসেক’।
শ্রোতাদের মনে এ গানের রেশ জিইয়ে রেখেই মমতাজের কণ্ঠে এল পরবর্তী গান ‘আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই’। এ গানের সঙ্গে ফিউশন করা হয়েছে ‘বাবা মাওলানা’। এ অংশটুকু গেয়েছেন মিজান রহমান।
মাখন মিয়া, অনিমেষ রায়, ওয়ার্দা আশরাফ, আরমিন মুসা, রুবাইয়াৎ রহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, বগা তালেব- তাঁরাও কণ্ঠ মিলিয়েছেন এ গানে। পুরো গানের সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব।
শুনুন মমতাজের কণ্ঠে কোক স্টুডিও বাংলার গান ‘প্রার্থনা’
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
৬ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
৭ ঘণ্টা আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
৭ ঘণ্টা আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১ দিন আগে