‘বেলা দ্বি-প্রহর, ধু-ধু বালুচর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর’-চৈত্রের দাবদাহে পরিবেশ-প্রকৃতির অবস্থা ঠিক এমনই। এই পরিস্থিতিতে মমতাজ যখন গেয়ে উঠলেন ‘আল্লাহ মেঘ দে, পানি দে’, তখন যেন সত্যিকার অর্থেই শীতল স্পর্শে ভিজিয়ে দিয়ে গেল সংগীত পিপাসুদের শরীর-মন।
একমাসের মাথায় এল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গান ‘প্রার্থনা’। শুক্রবার (১ এপ্রিল) রাতে প্রকাশ করা এ গানে মমতাজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডতারকা মিজান রহমান। দুই জনের অনবদ্য গায়কিতে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গানটি যেন হলো আরও সমৃদ্ধ, আরও প্রাণবন্ত।
প্রায় দেড়মাস আগে (২৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছিল কোক স্টুডিও বাংলার প্রথম গান ‘নাসেক নাসেক’। অনিমেষ রায়ের গাওয়া এ গানে ‘দোল দোল দুলুনি’ নিয়ে সঙ্গী হয়েছিলেন পান্থ কানাই। গানটি শ্রোতাদের এতটাই গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল যে, এখনও পথে-ঘাটে বাজতে শোনা যায় ‘নাসেক নাসেক’।
শ্রোতাদের মনে এ গানের রেশ জিইয়ে রেখেই মমতাজের কণ্ঠে এল পরবর্তী গান ‘আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই’। এ গানের সঙ্গে ফিউশন করা হয়েছে ‘বাবা মাওলানা’। এ অংশটুকু গেয়েছেন মিজান রহমান।
মাখন মিয়া, অনিমেষ রায়, ওয়ার্দা আশরাফ, আরমিন মুসা, রুবাইয়াৎ রহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, বগা তালেব- তাঁরাও কণ্ঠ মিলিয়েছেন এ গানে। পুরো গানের সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব।
শুনুন মমতাজের কণ্ঠে কোক স্টুডিও বাংলার গান ‘প্রার্থনা’
‘বেলা দ্বি-প্রহর, ধু-ধু বালুচর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর’-চৈত্রের দাবদাহে পরিবেশ-প্রকৃতির অবস্থা ঠিক এমনই। এই পরিস্থিতিতে মমতাজ যখন গেয়ে উঠলেন ‘আল্লাহ মেঘ দে, পানি দে’, তখন যেন সত্যিকার অর্থেই শীতল স্পর্শে ভিজিয়ে দিয়ে গেল সংগীত পিপাসুদের শরীর-মন।
একমাসের মাথায় এল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গান ‘প্রার্থনা’। শুক্রবার (১ এপ্রিল) রাতে প্রকাশ করা এ গানে মমতাজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডতারকা মিজান রহমান। দুই জনের অনবদ্য গায়কিতে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় গানটি যেন হলো আরও সমৃদ্ধ, আরও প্রাণবন্ত।
প্রায় দেড়মাস আগে (২৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছিল কোক স্টুডিও বাংলার প্রথম গান ‘নাসেক নাসেক’। অনিমেষ রায়ের গাওয়া এ গানে ‘দোল দোল দুলুনি’ নিয়ে সঙ্গী হয়েছিলেন পান্থ কানাই। গানটি শ্রোতাদের এতটাই গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল যে, এখনও পথে-ঘাটে বাজতে শোনা যায় ‘নাসেক নাসেক’।
শ্রোতাদের মনে এ গানের রেশ জিইয়ে রেখেই মমতাজের কণ্ঠে এল পরবর্তী গান ‘আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই’। এ গানের সঙ্গে ফিউশন করা হয়েছে ‘বাবা মাওলানা’। এ অংশটুকু গেয়েছেন মিজান রহমান।
মাখন মিয়া, অনিমেষ রায়, ওয়ার্দা আশরাফ, আরমিন মুসা, রুবাইয়াৎ রহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, বগা তালেব- তাঁরাও কণ্ঠ মিলিয়েছেন এ গানে। পুরো গানের সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব।
শুনুন মমতাজের কণ্ঠে কোক স্টুডিও বাংলার গান ‘প্রার্থনা’
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
১ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৩ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৭ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৬ ঘণ্টা আগে