Ajker Patrika

বিপ্লবের ‘জেট ল্যাগ ভালোবাসা’

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৪: ৩৯
বিপ্লবের ‘জেট ল্যাগ ভালোবাসা’

প্রমিথিউস ব্যান্ডের গায়ক ও দলপ্রধান বিপ্লব এখন নিউইয়র্কের স্থায়ী বাসিন্দা। সেখানেও কাজের ফাঁকে সুযোগ পেলেই তৈরি করেন নতুন গান। ব্যান্ডসংগীতের জনপ্রিয় এই গায়ক এবার নতুন আরেকটি গান তৈরি করেছেন। গানটি দ্বৈত কণ্ঠের। তবে সহশিল্পী কে, তা এখনই জানাতে চাইছেন না বিপ্লব। নিউইয়র্ক থেকে বিপ্লব বলেন, ‘আমার সমসাময়িক একজন শিল্পী কণ্ঠ দিয়েছেন। দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে বেশি দ্বৈত গান গাইনি। তাই একটি দ্বৈত গানের পরিকল্পনা অনেক দিন ধরেই করছিলাম। উনি আমার প্রস্তাবে রাজি হলেন।’

বিপ্লব‘জেট ল্যাগ ভালোবাসা’ শিরোনামের এই গানের রেকর্ডিং হয়েছে নিউইয়র্কের আরএমডি স্টুডিওতে। গানের কথা, সুর ও সংগীত পরিচালনাও করেছেনবিপ্লব। কিছুদিনের মধ্যেই গানের ভিডিওচিত্র ধারণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। গানটি সম্পর্কে বিপ্লব বললেন, ‘গানের শিরোনাম শুনলে নানা রকম ধারণা হতে পারে। তবে কেন এমন শিরোনাম, সেটা গান শুনলেই বুঝতে পারবেন। প্রকাশের আগে শুধু এটুকু বলতে চাই, এটি দারুণ একটি প্রেমের গান।’

গত বছরের মাঝামাঝি প্রকাশিত হয় বিপ্লবের গাওয়া গান ‘পাখি’। গানটি বিপ্লবের ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। এই প্ল্যাটফর্মে বিপ্লব তাঁর গাওয়া পুরোনো গান আপলোড করার পাশাপাশি নতুন গানও প্রকাশ করছেন। নতুন গানটিও একই প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। বিপ্লব বলেন, ‘নিউইয়র্কে ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও গানের চর্চা করছি নিয়মিত। আমি গানের মানুষ। গান ছাড়া তো থাকা সম্ভব নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত