কথা ছিল, সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন এ আর রাহমান। কিন্তু বৃষ্টিবিঘ্নিত কনসার্টে তাঁর মঞ্চে উঠতে কেটে যায় আড়াই ঘণ্টা। অবশেষে রাত ৯ টা ৪২ মিনিটে মঞ্চে আসেন এ আর রাহমান। শুরু হয় উপস্থিত দর্শকের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। সুরের মুর্ছনায় পুরো শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হয় মুখরিত। বিখ্যাত গান ‘জয় হো’ দিয়ে পরিবেশনা শুরু করেন এ আর রাহমান।
এরপর উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘লাভ ইউ বাংলাদেশ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি, আপনাদেরকে নিয়ে দারুণ একটি শো হবে।’
এরপর এ আর রাহমান শোনান ‘মুক্কালা মোকাবেলা’ ও ‘রং দে বাসন্তী’। এরপর মঞ্চে আসেন হরিহরণ। তিনি গেয়ে শোনান ‘চান্দা রে’। পরিবেশনা এখনও চলছে। এ কনসার্টে এ আর রাহমানের সঙ্গে ভারত থেকে এসেছেন দুই শর বেশি সহশিল্পী।
এর আগে ব্যান্ড মাইলসের পরিবেশনা দিয়ে শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। এরপর গান শোনান মমতাজ। সবশেষে মঞ্চে উঠল এ আর রাহমানের দল।
কথা ছিল, সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন এ আর রাহমান। কিন্তু বৃষ্টিবিঘ্নিত কনসার্টে তাঁর মঞ্চে উঠতে কেটে যায় আড়াই ঘণ্টা। অবশেষে রাত ৯ টা ৪২ মিনিটে মঞ্চে আসেন এ আর রাহমান। শুরু হয় উপস্থিত দর্শকের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। সুরের মুর্ছনায় পুরো শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হয় মুখরিত। বিখ্যাত গান ‘জয় হো’ দিয়ে পরিবেশনা শুরু করেন এ আর রাহমান।
এরপর উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘লাভ ইউ বাংলাদেশ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি, আপনাদেরকে নিয়ে দারুণ একটি শো হবে।’
এরপর এ আর রাহমান শোনান ‘মুক্কালা মোকাবেলা’ ও ‘রং দে বাসন্তী’। এরপর মঞ্চে আসেন হরিহরণ। তিনি গেয়ে শোনান ‘চান্দা রে’। পরিবেশনা এখনও চলছে। এ কনসার্টে এ আর রাহমানের সঙ্গে ভারত থেকে এসেছেন দুই শর বেশি সহশিল্পী।
এর আগে ব্যান্ড মাইলসের পরিবেশনা দিয়ে শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। এরপর গান শোনান মমতাজ। সবশেষে মঞ্চে উঠল এ আর রাহমানের দল।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১১ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৫ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৫ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৬ ঘণ্টা আগে