Ajker Patrika

অপেক্ষা শেষে মঞ্চে এ আর রাহমান

আপডেট : ২৯ মার্চ ২০২২, ২২: ৫৪
অপেক্ষা শেষে মঞ্চে এ আর রাহমান

কথা ছিল, সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন এ আর রাহমান। কিন্তু বৃষ্টিবিঘ্নিত কনসার্টে তাঁর মঞ্চে উঠতে কেটে যায় আড়াই ঘণ্টা। অবশেষে রাত ৯ টা ৪২ মিনিটে মঞ্চে আসেন এ আর রাহমান। শুরু হয় উপস্থিত দর্শকের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। সুরের মুর্ছনায় পুরো শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হয় মুখরিত। বিখ্যাত গান ‘জয় হো’ দিয়ে পরিবেশনা শুরু করেন এ আর রাহমান।

এরপর উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘লাভ ইউ বাংলাদেশ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি, আপনাদেরকে নিয়ে দারুণ একটি শো হবে।’

কনসার্ট মঞ্চে এ আর রহমানের পরিবেশনায়এরপর এ আর রাহমান শোনান ‘মুক্কালা মোকাবেলা’ ও ‘রং দে বাসন্তী’। এরপর মঞ্চে আসেন হরিহরণ। তিনি গেয়ে শোনান ‘চান্দা রে’। পরিবেশনা এখনও চলছে। এ কনসার্টে এ আর রাহমানের সঙ্গে ভারত থেকে এসেছেন দুই শর বেশি সহশিল্পী।

অপেক্ষা শেষে মঞ্চে এ আর রাহমানএর আগে ব্যান্ড মাইলসের পরিবেশনা দিয়ে শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়ো‌জিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। এরপর গান শোনান মমতাজ। সবশেষে মঞ্চে উঠল এ আর রাহমানের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত