Ajker Patrika

অপেক্ষা শেষে মঞ্চে এ আর রাহমান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মার্চ ২০২২, ২২: ৫৪
অপেক্ষা শেষে মঞ্চে এ আর রাহমান

কথা ছিল, সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন এ আর রাহমান। কিন্তু বৃষ্টিবিঘ্নিত কনসার্টে তাঁর মঞ্চে উঠতে কেটে যায় আড়াই ঘণ্টা। অবশেষে রাত ৯ টা ৪২ মিনিটে মঞ্চে আসেন এ আর রাহমান। শুরু হয় উপস্থিত দর্শকের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। সুরের মুর্ছনায় পুরো শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হয় মুখরিত। বিখ্যাত গান ‘জয় হো’ দিয়ে পরিবেশনা শুরু করেন এ আর রাহমান।

এরপর উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘লাভ ইউ বাংলাদেশ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি, আপনাদেরকে নিয়ে দারুণ একটি শো হবে।’

কনসার্ট মঞ্চে এ আর রহমানের পরিবেশনায়এরপর এ আর রাহমান শোনান ‘মুক্কালা মোকাবেলা’ ও ‘রং দে বাসন্তী’। এরপর মঞ্চে আসেন হরিহরণ। তিনি গেয়ে শোনান ‘চান্দা রে’। পরিবেশনা এখনও চলছে। এ কনসার্টে এ আর রাহমানের সঙ্গে ভারত থেকে এসেছেন দুই শর বেশি সহশিল্পী।

অপেক্ষা শেষে মঞ্চে এ আর রাহমানএর আগে ব্যান্ড মাইলসের পরিবেশনা দিয়ে শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়ো‌জিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। এরপর গান শোনান মমতাজ। সবশেষে মঞ্চে উঠল এ আর রাহমানের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত