Ajker Patrika

নির্দেশক বাপ্পার সুর-সংগীতে আঁখির নতুন গান

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৩: ৩১
নির্দেশক বাপ্পার সুর-সংগীতে আঁখির নতুন গান

বাপ্পা মজুমদার গান গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনাও করেন—এটা সবাই জানেন। এবার বাপ্পা হাজির হলেন নির্দেশক হিসেবে। আঁখি আলমগীরের জন্য নতুন একটি গান তৈরি করে সেই গানের মিউজিক ভিডিও নির্দেশনাও দিয়েছেন বাপ্পা মজুমদার। এরই মধ্যে গানটির ভিডিও তৈরির কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বাপ্পা। আঁখি আলমগীরের গাওয়া নতুন এ গানের শিরোনাম ‘কেন এত ভয়’। কথা লিখেছেন মারুফ হাসান। বাপ্পা মজুমদার জানিয়েছেন, গানটি তাঁর ‘বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান’-এ রাখা হয়েছে।

দেশের বেশ কয়েকজন নারী শিল্পীকে নিয়ে গানের একটি সিরিজ তৈরি করছেন বাপ্পা মজুমদার। সেই উদ্যোগের নাম ‘বিউটিফুল ভয়েসস’। তাতেই থাকবে আঁখি আলমগীরের গাওয়া গানটি। ‘কেন এত ভয়’ নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘দারুণ গেয়েছেন আঁখি, একদমই অন্য রকম। আমি ভীষণ খুশি তাঁর পারফরম্যান্সে। মূলত আমার ইউটিউব চ্যানেলের জন্য গানটি করা। চেষ্টা করেছি ভীষণ যত্ন নিয়ে গানটি বানাতে।’

আঁখি আলমগীর বলেন, ‘সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যাঁরা ভিন্ন ধাঁচের কাজ করে যাচ্ছেন, বাপ্পা মজুমদার তাঁদের অন্যতম। তাঁর সুর ও সংগীতায়োজন নিয়ে নতুন করে বলার কিছু নেই। কারণ, তিনি পরীক্ষিত একজন সংগীত পরিচালক, যাঁর প্রতিটি আয়োজনে নিজস্বতার ছাপ আছে। এই গানেও আছে ভিন্নতা। বাপ্পার সুরে গাইতে পেরে ভীষণ ভালো লেগেছে। আমার বিশ্বাস, বিউটিফুল ভয়েসস নামে বাপ্পার এই আয়োজন শ্রোতাদের মাঝে সাড়া ফেলবে।’

বাপ্পা মজুমদার জানান, ‘কেন এত ভয়’ গানটি প্রকাশ পাবে ৭ এপ্রিল।

‘বিউটিফুল ভয়েসস’ সিরিজের প্রথম গান ‘বসন্ত চলে যায়’ প্রকাশ পেয়েছে কিছুদিন আগে। কোনালের গাওয়া এ গানের গীতিকার শাহান কবন্ধ, সুর ও সংগীত বাপ্পা মজুমদারের। প্রথম গানের ভিডিও তৈরি করেছিলেন সিয়াম। তবে দ্বিতীয় গানের বেলায় এ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বাপ্পা মজুমদার।

এদিকে আঁখি আলমগীর রমজান শুরুর পূর্ব পর্যন্ত স্টেজ শোতে বেশ ব্যস্ত সময় পার করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতে পারফর্ম করে শ্রোতা-দর্শককে মুগ্ধ করেছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ