Ajker Patrika

হিন্দি গানের বর্তমান প্রজন্ম

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৬: ০৮
হিন্দি গানের বর্তমান প্রজন্ম

সনু নিগম, শান, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, মোহিত চৌহান কিংবা কেকের মতো শিল্পীদের এখন বলিউড সিনেমার গানে খুব একটা পাওয়া যায় না, গত এক যুগে বলিউডের গানে যাঁদের আধিপত্য ছিল সবচেয়ে বেশি। অরিজিৎ সিং সমানতালে আধিপত্য ধরে রেখে গাইছেন গত কয়েক বছর। এরপর কারা? বলিউডে এসেছেন এক ঝাঁক নতুন প্রজন্মের প্লেব্যাক গায়ক-গায়িকা। এই সময়ের হিন্দি গানে তাঁদের রয়েছে বেশ জনপ্রিয়তা।

জোনিতা গান্ধী
কানাডায় বেড়ে ওঠা জোনিতার। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন। ইউটিউব চ্যানেলে প্রকাশ করতেন নিজের গান। একদিন তাঁর গান এ আর রাহমানের নজরে পড়ে। টুইটারে জোনিতার গানের প্রশংসা করেন তিনি। পরে রাহমানের সুরে অনেক গান গেয়েছেন জোনিতা। সম্প্রতি রাহমানের সঙ্গে শো করার জন্য বাংলাদেশেও এসেছিলেন। হিন্দি, ইংরেজি ছাড়াও তিনি ফ্রেঞ্চ, তামিল, তেলুগু, বাংলা, পাঞ্জাবি, মারাঠি, কন্নড়, মালয়ালম— সব ভাষায় গাইতে পারেন। ভারতের মতো বহুভাষী দেশে এমন গায়িকার কদর তো থাকবেই। হয়েছেও তাই। ১৭ বছর বয়সে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার টাইটেল গাওয়ার সুযোগ পান। গত ১০ বছরে ভারতের বিভিন্ন ভাষার শতাধিক সিনেমায় গেয়েছেন জোনিতা।

জুবিন নটিয়াল
যত দিন যাচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে জুবিন নটিয়ালের। কিন্তু অনেকেই জানেন না আজকের জুবিনকে একসময় ইন্ডিয়ান আইডল থেকে খালি হাতে ফিরতে হয়েছিল। তবে এই ব‍্যর্থতায় ভেঙে পড়েননি জুবিন। বরং সেখান থেকেই শুরু হয় তাঁর পরিশ্রমের অধ্যায়। যার ফল আজ তিনি বলিউডে প্রতিষ্ঠিত। জুবিনের গাওয়া বহু গান সংগীতপ্রেমীদের প্রিয় গানের তালিকায় রয়েছে। এর মধ‍্যে সৌখিন সিনেমার ‘মেহেরবানি’, বজরঙ্গি ভাইজানের ‘কুছ তো বাতা জিন্দেগি’, কাবিল সিনেমার ‘কাবিল হু’ গানগুলো বিশেষ জনপ্রিয়। গত বছর তাঁর গাওয়া ‘লুট গায়ে’, ‘রাতে লাম্বাইয়ে’, ‘শায়াদ’-এর মতো গানগুলো ছিল জনপ্রিয়তার শীর্ষে।

ধ্বনি ভানুশালী
বলিউড মিউজিকে যাঁরা পরপর কয়েকটি চার্টবাস্টার হিট দিয়েছেন, তাঁদের মধ্যে একজন ধ্বনি ভানুশালী। ২০১৮ সালে বলিউড সিনেমায় প্লেব্যাক শুরু করেন তিনি। শহীদ কাপুর অভিনীত ‘কবীর সিং’ সিনেমায় ‘বেখেয়ালি...’ গানটি গেয়ে সবার নজর কেড়েছিলেন ধ্বনি। ইতিমধ্যে প্রায় ২০টি সিনেমায় গেয়েছেন তিনি। ২০১৯ সালে ধ্বনির গাওয়া ‘ভাস্তে’ গানটি ভারতে সবচেয়ে দ্রুত এক বিলিয়ন ভিউ হয়। ‘লেজা লেজা রে’ অথবা ‘দিলবর’ গানের মধ্য দিয়েও শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন এই সুন্দরী গায়িকা।

বিশাল মিশ্রা
সংগীত পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু। ২০১৬ সালে টুক টুক টুটিয়া সিনেমায় ‘চলতে চলতে’ গানে তাঁর সুরে গেয়েছিলেন অরিজিৎ সিং। ‘কারিব কারিব সিঙ্গেল’ সিনেমায় তাঁর সুরে আতিফ আসলামের গাওয়া ‘জানে দে’ গানটি বেশ জনপ্রিয় হয়। ‘আজ বি’, ‘ক্যায়সে হুয়া’, ‘সাজনা বি’, ‘মে নে টুটনা’, ‘নেই লাগডা’র মতো জনপ্রিয় গান গেয়েছেন বিশাল।

তাঁরাও জনপ্রিয়
এ ছাড়া এই সময়ের আলোচিত গায়ক-গায়িকাদের মধ্যে রয়েছেন জাভেদ আলী (শ্রীভাল্লি, জাসনে বাহারান), নেহা কাক্কর (লন্ডন তুমাকদা, সানি সানি), আরমান মালিক (বোল দো নো জারা, জাব তাক), অমিত মিশ্রা (বুল্লিয়া, গালতি সে মিসটেক), সচিত ট্যান্ডন (বেখেয়ালি, সাইকো সাইয়া), অ্যাশেষ কৌর (বোলনা, বারিশ), পলক মুচ্চাল (মেরি আশিকি, দেখ হাজারো দাফা), অন্তরা মিত্রা (গেরুয়া, জনম জনম) প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ