Ajker Patrika

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৪: ০৮
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান

বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ‘জয় বাংলার জয় উৎসব’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানের উদ্যোক্তা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সহযোগিতায় মুক্তযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। পুরো আয়োজনটি বাস্তবায়ন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ।

ব্যতিক্রমী এই অনুষ্ঠানে থাকছে বিশ্বখ্যাত ড্রোন শো। ড্রোন শোয়ের মাধ্যমে দেখানো হবে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম যেমন—পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেলসহ দেশব্যাপী নানা উন্নয়নের চিত্র। বাংলাদেশে এবারই প্রথম কোনো ড্রোন শোর আয়োজন করা হচ্ছে। পরে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন সংগীত তারকা সাবিনা ইয়াসমীন, রফিকুল আলম, শাহিন সামাদ, শুভ্র দেব, এই প্রজন্মের শিল্পী সানিয়া সুলতানা লিজা ও কোনাল।

স্বপন চৌধুরীস্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা দেশ ও জাতির গৌরবগাথা তুলে ধরব। সরকারের সাফল্য আর দেশের উন্নতির চিত্রসহ উন্নত রাষ্ট্র হওয়ার পথে আমাদের অগ্রগতি তুলে ধরা হবে। —স্বপন চৌধুরী, অন্তর শোবিজের কর্ণধার

অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, ‘এর আগে আমরা আদনান সামি, শাহরুখ খান, জুননসহ বিশ্বখ্যাত সুপারস্টারদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করেছি। সাফল্য পেয়েছি। এবারের আয়োজনেও সফল হব আশা করি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা দেশ ও জাতির গৌরবগাথা তুলে ধরব। সরকারের সাফল্য আর দেশের উন্নতির চিত্রসহ উন্নত রাষ্ট্র হওয়ার পথে আমাদের অগ্রগতি তুলে ধরা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ