নিত্যপণ্যের দামে ক্রেতার নাভিশ্বাস
গাইবান্ধায় গত ৭ দিনের ব্যবধানে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। শহরের পুরোনো বাজার ও নতুন বাজার ঘুরে জানা যায়, খোলা সয়াবিন তেল ১৫০ থেকে বেড়ে ১৫৫ টাকা, সোনালি মুরগি ২৭০ থেকে বেড়ে ৩০০, পেঁয়াজ ৫০ থেকে বেড়ে ৬০ এবং কাঁচা মরিচ ১০০ থেকে বেড়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে মাছ ও সবজির দামও।