Ajker Patrika

গাইবান্ধার ৪টি ইউনিয়নে হচ্ছে না নির্বাচন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ৪টি ইউনিয়নে হচ্ছে না নির্বাচন

তফসিল ঘোষণা হলেও তৃতীয় দফায় গাইবান্ধার দুই উপজেলার চারটি ইউনিয়নে হচ্ছে না নির্বাচন। ইউনিয়নগুলো হচ্ছে, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ও বরিশাল এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডীপুর ও হরিপুর। তবে নির্বাচন না হওয়ার কোনো কারণ জানা যায়নি। শনিবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব এ তথ্য নিশ্চিত করেন।

তৃতীয় দফায় নির্বাচন না হওয়ার কারণ জানেন না জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব। তিনি আজ মুঠোফোনে বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সুস্পষ্ট কিছু জানায়নি। তাঁরা অবশিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছেন।

তফসিল অনুযায়ী, তৃতীয় দফায় পলাশবাড়ী উপজেলার মোট ৮টি ইউনিয়নের মধ্যে ৬টি এবং সুন্দরগঞ্জ উপজেলার মোট ১৫টি মধ্যে ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৪ নভেম্বর বাছাই, ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এ দিকে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়নে ভোট গ্রহণের দাবিতে গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহবুবর রহমান, গোলাম মোস্তফাসহ কয়েকজন। বক্তারা উপজেলার ওই দুটি ইউনিয়নে তৃতীয় দফায় ২৮ নভেম্বর নির্বাচনের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত