Ajker Patrika

নিত্যপণ্যের দামে ক্রেতার নাভিশ্বাস

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৫: ৪৬
নিত্যপণ্যের দামে ক্রেতার নাভিশ্বাস

গাইবান্ধায় গত ৭ দিনের ব্যবধানে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। শহরের পুরোনো বাজার ও নতুন বাজার ঘুরে জানা যায়, খোলা সয়াবিন তেল ১৫০ থেকে বেড়ে ১৫৫ টাকা, সোনালি মুরগি ২৭০ থেকে বেড়ে ৩০০, পেঁয়াজ ৫০ থেকে বেড়ে ৬০ এবং কাঁচা মরিচ ১০০ থেকে বেড়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে মাছ ও সবজির দামও।

তবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল সালাম বলেন, দামের মধ্যে যদি বেশি পার্থক্য থাকে সে ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর আমাদের কাছে কেউ যদি অভিযোগ দেন, তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া জেলার বিভিন্ন হাট-বাজারে মনিটরিং অব্যাহত আছে।’

শহরের নতুন বাজারের মুরগি বিক্রেতা তারা মিয়া বলেন, প্রথমবারের মতো সোনালি মুরগি ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৩৬০ টাকা, লেয়ার ২৯০, সাদা কক ২৮০ এবং ব্রয়লার ১৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

একই বাজারের লিটন মিয়া জানান, পেঁয়াজ ৫০ থেকে বেড়ে ৬০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৫০ থেকে বেড়ে ৫৫, ইন্ডিয়ান রসুন ১৬০, দেশি রসুন ৬০, আলু ১৮ এবং আদা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পুরোনো বাজারের সবজি বিক্রেতা রশিদ মিয়া জানান, সব সবজি কেজিতে ১০ টাকা করে বেড়েছে। চিচিঙ্গা প্রতি কেজি ৫০ টাকা, শিম ১২০, বেগুন ৬০, পটোল ৩২, ঢ্যাঁড়স ৬০, কাঁচা মরিচ ১২০, পাকা টমেটো ১৮০, বরবটি ৬০, ধুন্দুল ৪০, গাজর ২০০, করলা ৪০, মুখিকচু ১৫, কুমড়া ৪০, ধনেপাতা ১২০, বড় আলু ২০ এবং দেশি আলু ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া কাঁচা পেঁপে ১৫ টাকা, কাঁচা কলা হালি ৩০, লেবু ১৫, ফুলকপি প্রতি কেজি ১২০ এবং বাঁধাকপি প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন বাজারের মাংস বিক্রেতা নুরুল ইসলাম জানান, খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, গরুর মাংস ৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া ফার্মের মুরগির ডিম ৩৫ টাকা, সোনালি মুরগির ডিম ৫০, দেশি মুরগির ডিম ৬০ এবং হাঁসের ডিম ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

নতুন বাজারের মাছ বিক্রেতা অনিল জানান, সব মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে। সিলভার কার্প ২০০ টাকা, বড় রুই ৩৫০, গ্লাস কার্প ২৫০, পাঙাশ ১৩০, বোয়াল ৮০০, ছোট কেঁচকি ৩০০, দেশি ট্যাংরা ৬০০, বড় গুলশা ৫০০, ছোট গুলশা ৪০০, বড় চিংড়ি ৮০০ এবং শিং ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত