Ajker Patrika

পলাশবাড়ীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৪: ২০
পলাশবাড়ীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে ইটবাহী ট্রাকচাপায় ইসমাইল (১৩) নামে এক সাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বেঙ্গুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের খলিল মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ইটভাটা থেকে ইটবাহী একটি ট্রাক পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। বেলা পৌনে ১১টার দিকে বেঙ্গুলিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী ইসমাইলকে ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পরপরই চালকসহ ট্রাকটি আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত