Ajker Patrika

গাইবান্ধায় ছাত্রলীগের নেতা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ছাত্রলীগের নেতা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন ও সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গত রোববার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা শহরের ব্রিজ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত কাঞ্চন ও সোহাগ শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। তারা দুই ভাই। কাঞ্চন এই মামলার ১ নম্বর ও সোহাগ ৩ নম্বর এজাহার নামীয় আসামি। 

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানা-পুলিশের ওসি (তদন্ত) আব্দুর রউফ জানান, কাঞ্চন ও সোহাগ শহরের ব্রিজ রোড এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত ৪ অক্টোবর এ হত্যা মামলার তালিকাভুক্ত আসামি ইমরান ও মো. মোহাইমিনুজ্জামান রবিন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্য, গত ১১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে আশিকুর রহমান রকির ওপর হামলা চালায় এক দুর্বৃত্ত। পরে তারা রকিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় রকিকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পরদিন ১২ জুলাই দুপুরে নিহতের বড় ভাই আতিকুর রহমান সরকার বাদী চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৭ / ৮ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত