Ajker Patrika

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া শিক্ষা কর্মকর্তার শাস্তি বান্দরবানে বদলি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৯: ২৩
মোহাম্মদ মনিরুজ্জামান খান। ছবি: সংগৃহীত
মোহাম্মদ মনিরুজ্জামান খান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খানকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তাঁকে পার্বত্য জেলা বান্দরবানে পাঠানো হয়েছে।

বিষয়টি আজ শুক্রবার নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক। ১৫ জুলাই ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

ভুক্তভোগীর মা জানান, তাঁর মেয়ের মোবাইল ফোন নম্বরে ও মেসেঞ্জারে কুরুচিপূর্ণ বার্তা ও কুপ্রস্তাব পাঠিয়েছিলেন অভিযুক্ত কর্মকর্তা। এতে মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘অভিযোগটি আমরা প্রাথমিক তদন্তে সত্য বলে প্রমাণ পাই। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এরপর ২৩ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক খালিদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে (অভিযুক্ত) পার্বত্য জেলা বান্দরবানে শাস্তিমূলকভাবে বদলি করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত