‘হিরো আলম’ ও ‘যুবরাজের’ দাম ২৫ লাখ
প্রায় চার বছর ধরে দুটি ষাঁড় লালন-পালন করছেন আব্দুল করিম। আদর করে ষাঁড় দুটির নাম দিয়েছেন হিরো আলম ও যুবরাজ। ফ্রিজিয়ান জাতের এই দুই ষাঁড়ের বর্তমান ওজন ১২০০ ও ১২৫০ কেজি। আব্দুল করিমের আশা, এবারের কোরবানির পশুর হাটে তাঁর এই দুই স্বপ্নের দাম হাঁকবেন ২৫ থেকে ৩০ লাখ টাকা...