অলস আড্ডা বিক্রেতাদের
কেউ বসে আড্ডা দিচ্ছেন, খোশগল্প করছেন একে অন্যের সঙ্গে। দু-একজন ব্যস্ত গরু পরিচর্যায়। ক্রেতা না থাকায় এভাবে সময় কাটছে সাগরিকা বাজারে আসা গরু ব্যাপারীদের। গত রোববার দুপুরে নগরের সবচেয়ে বড় বাজার সগারিকা গরু বাজারে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে। ক্রেতা না থাকায় অলস সময় কাটছে বিক্রেতাদের। তাঁরা বলছেন, এখনো বা