Ajker Patrika

বড়াইগ্রামে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রামে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম

নাটোরের বড়াইগ্রামে ছয় পা, আটটি দুধের বাঁট, দুটি প্রস্রাবের রাস্তা বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম গ্রামের দুলাল হোসেনের বাড়ির এই বাছুরের জন্ম হয়।

আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে যায়, এলাকার শত শত মানুষ বাছুরটি দেখতে সে বাড়িতে ভিড় করছেন।

গরুর মালিক দুলাল হোসেন জানান, তিনি পাঁচ বছর যাবৎ একটি গাভি লালন পালন করছেন। বুধবার সামনে চারটি পা এবং পেছনের আরও দুটি পা নিয়ে একটি বাচ্চা জন্ম দেয়। এ ছাড়া বাছুরটির আটটি দুধের বাঁট, দুটি প্রস্রাবের রাস্তা রয়েছে।

গরুর মালিক আরও বলেন, শারীরিক আরও কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। তখন বাছুরটি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাছুরটি দেখে কিছু প্রাথমিক চিকিৎসা দেন। বাছুরটি সুস্থ থাকলে অপারেশনের মাধ্যমে অন্য পাগুলো অপসারণ করা যেতে পারে বলে জানান চিকিৎসক।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা বলেন, ‘আমি বাছুরটি দেখে কিছু পরামর্শ দিয়েছি। এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি কিছুটা বড় ও সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পা দুটি সরিয়ে ফেলা যাবে। তবে অপারেশন না করলেও তেমন কোনো সমস্যা হবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...