Ajker Patrika

গরু কিনতে এসে ছাগল নিয়ে ফিরছেন ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুলাই ২০২২, ২১: ০৫
গরু কিনতে এসে ছাগল নিয়ে ফিরছেন ক্রেতারা

আগামীকাল রোববার পবিত্র ঈদুল আজহা। ঈদের আগের দিন আজ শনিবার রাজধানীর হাটগুলোতে দেখা গেছে, হাটে যথেষ্ট ক্রেতা উপস্থিতি থাকলেও সেই অনুপাতে গরু নেই। বিশেষ করে বিকেলের পর থেকেই হাটগুলো ফাঁকা হতে শুরু করে। বড় গরু কিছু থাকলেও ছোট-মাঝারি সাইজের গরু নেই বললেই চলে।

সরেজমিনে কমলাপুর, শাহজাহানপুর, মেরাদিয়া, ধোলাইখাল ও আফতাব নগর পশুর হাটে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পছন্দ অনুসারে গরু না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা। অনেক ক্রেতা গরু না পেয়ে ছাগল কিনেই বাসায় ফিরেছেন। গরু কিনতে আসা খিলগাঁও রেলগেট এলাকার বাসিন্দা আইনউদ্দিন জানান, বিকেল থেকে শাহজাহানপুর হাটে মাঝারি বা ছোট সাইজের গরু খুঁজছেন তিনি। চাহিদা অনুসারে গরু নেই। যা আছে সব বড় গরু। তাই বাধ্য হয়ে তিনি ছাগল কিনেছেন।

আরেক ক্রেতা মালিবাগের মোতালেব কনক বলেন, ‘মাঝারি সাইজের গরু কিনতে এসে পাচ্ছি না। বড় গরুর যে দাম, তা কেনার সাধ্য নেই। সমাজে মধ্যবিত্ত ও নিম্ন মানুষের পক্ষে কোরবানি দেওয়া কঠিন হয়ে পড়েছে।’ 

বনশ্রী এলাকার মিনহাজ হোসেন বলেন, ‘তিনটি পশুর হাট ঘুরে শেষ পর্যন্ত কমলাপুর থেকে মাঝারি সাইজের গরু কিনতে পেরেছি।’ 

 বিকেলের পর থেকেই রাজধানীর হাটগুলো ফাঁকা হতে শুরু করেএদিকে রাজধানীর হাটগুলোতে বড় গরু নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা। চাহিদা না থাকায় এই গরুগুলো এখন বিক্রেতাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। হাট সংশ্লিষ্টরা বলছেন, মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের বেশি চাহিদা রয়েছে। বড় আকারের গরুর চাহিদা তেমন নেই। আর ক্রেতা থাকলেও তাঁরা যে দাম হাঁকান, সেই দামে বিক্রি করলে অনেক লোকসান গুনতে হয়। এমন পরিস্থিতিতে অনেক বিক্রেতা হাট থেকে গরু বাড়িতে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আফতাব নগর হাটে বড় দুটি গরু নিয়ে এসেছেন কুমিল্লা জেলার তিতাস উপজেলার সওদাগর মিয়া। তিনি জানান, ১৬ মণ ওজনের দুটি গরু নিয়ে চারদিন ধরে তিনি এই হাটে রয়েছেন। গরুর হাটে তাঁর সঙ্গে আরও এসেছেন আটজন। ঈদের আগের দিনও পাচ্ছেন না গরুর খরচের মূল্য। তাই বাধ্য হয়ে গরু ফেরত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উল্লেখ্য, এ বছর ঢাকার দুই সিটিতে গাবতলী ও সারুলিয়া এই দুটি স্থায়ী পশুর হাট ছাড়াও অস্থায়ী পশুর হাট বসেছে ১৯টি। এর মধ্যে ডিএনসিসিতে অস্থায়ী হাটের সংখ্যা ৯টি আর ডিএসসিসিতে ১০টি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত