Ajker Patrika

শেরপুরের হাটে ‘রাজা বাদশা ও জমিদার’

শেরপুর প্রতিনিধি
শেরপুরের হাটে ‘রাজা বাদশা ও জমিদার’

ঈদুল আজহাকে সামনে রেখে শেরপুরে কোরবানির পশুর হাট জমে ওঠেনি এখনো। এর মধ্যে উপজেলার নওহাটা পৌর গরুর হাট মাতাচ্ছে রাজা, বাদশা ও জমিদার নামের তিনটি গরু। সুঠামদেহী ও স্বাস্থ্যবান এবং আকর্ষণীয় নামের কারণে গরুগুলো দৃষ্টি কেড়েছে সবার। এ বছর জেলায় প্রায় ৫০০ কোটি টাকার পশু কেনাবেচা হবে বলে আশা করছে স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ।

কথা হয়, গরু তিনটির মালিক শেরপুর শহরের কান্দাপাড়া এলাকার যুবক মো. অলিদের সঙ্গে। তিনি জানান, পড়াশোনার পাশাপাশি প্রতিবছরই তিনি কোরবানির জন্য ষাঁড় গরু লালনপালন করেন। এসব গরু কোরবানির সময় হাটে বিক্রি করে বেশ লাভবান হন তিনি। গত বছর তিনি শেরপুরের বস নামের একটি ষাঁড় পালন করে সবার দৃষ্টি কেড়েছিলেন। সেবার ৭ লাখ টাকা দাম হাঁকিয়ে সাড়ে ৫ লাখ টাকায় বিক্রি করেছিলেন। এবারও তিনি রাজা, বাদশা ও জমিদার নামের তিনটি ষাঁড় বাজারে তুলেছেন। জমিদারের দাম ধরা হয়েছে সাড়ে ৬ লাখ টাকা, বাদশার দাম সাড়ে ৫ লাখ টাকা ও রাজার দাম সাড়ে ৩ লাখ টাকা হাঁকাচ্ছেন।

অলিদ জানান, জমিদারের দাম সাড়ে ৪ লাখ, বাদশার দাম সাড়ে ৩ লাখ ও রাজার দাম ২ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে এখন পর্যন্ত। আবার অনেকেই দাম শুনে চলে যাচ্ছেন। কিন্তু সঠিক দাম না পেলে গরু বিক্রি করা সম্ভব না। কারণ, এবার গরুর লালনপালন করার খরচ গত বছরের চেয়ে বেশি পড়েছে। এবার ভুসি, খৈলসহ গো-খাদ্যের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

গরু দেখতে আসা মো. জাকির হোসেন জানান, অলিদ গতবারও বড় একটি গরু বিক্রি করেছেন। দামও ভালো পেয়েছিলেন। এবার অলিদ তিনটি গরু হাটে তুলেছেন। গরুগুলো দেখতে বেশ ভালোই।

জেলা গরুর খামার মালিক সমিতির সভাপতি মো. তৌহিদুর রহমান পাপ্পু বলেন, জেলায় পর্যাপ্ত কোরবানির গরু রয়েছে। তবে গরুর খাবারের দাম বেড়ে যাওয়ায় খামারিদের খরচ বেড়ে গেছে। এখন যদি ভালো বাজার-ব্যবস্থাপনা না থাকে, তাহলে খামারিদের লোকসান গুনতে হবে।

এদিকে শেরপুরের গরুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানাতে ও রোগাক্রান্ত পশু যেন কেনাবেচা না হতে পারে, সেজন্য ৬টি টিম গঠন করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করছি, মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে গরুর হাটে আসেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত