Ajker Patrika

২১টি দিয়ে শুরু, এখন ৭০টি গরু শিথুলের খামারে

আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
আপডেট : ০৪ জুলাই ২০২২, ১২: ৫৩
২১টি দিয়ে শুরু, এখন ৭০টি গরু শিথুলের খামারে

দুই বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পড়ালেখার পাশাপাশি শিথুল হাওলাদার নামে এক শিক্ষার্থী শুরু করেন ছোট্ট একটি গরুর খামার। শখের বশে ইউটিউব থেকে ধারণা নিয়ে প্রথমে ছোট্ট পরিসরে ২১টি গরু দিয়ে শুরু করেন। বর্তমানে বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন মিথুন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো নামের একটি বড় খামার। বর্তমানে তাঁর খামারে রয়েছে ৭০টি গরু।

জানা যায়, শিথুল হাওলাদার উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের বাসিন্দা এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র। তাঁর বাবা জুয়েল হাওলাদার একজন ব্যবসায়ী। করোনা মহামারিতে ২০১৯ সালের নভেম্বরে বাবার সহযোগিতায় ২০ লাখ টাকা পুঁজি নিয়ে ছোট্ট একটি খামার করে দেশি-বিদেশি ২১টি গরু নিয়ে যাত্রা শুরু করেন। বর্তমানে তাঁর খামারে রয়েছে ৭০টি গরু। এর মধ্যে এবার কোরবানিতে বিক্রির উপযোগী রয়েছে ৫০টি ষাঁড়। প্রতিটির ওজন ২০০ থেকে ৯০০ কেজি, যার মূল্য ৭০ হাজার থেকে ৭ লাখ টাকা পর্যন্ত। ২৬ শতক জমির ওপর খামারটিতে ২টি শেডে রাখা হয়েছে গরুগুলো। এ ছাড়া ১৫টি দুধের গাভিও রয়েছে তাঁর খামারে। গত বছর কোরবানিতে ৪০টি গরু বিক্রি করে বেশ লাভবান হন তিনি।

খামার ঘুরে দেখা গেছে দেশাল, জার্সি, শাহিওয়াল, ব্রাহামা ও অস্ট্রেলিয়ান গরু। উন্নত মানের শেডে রেখে গরুগুলো লালন-পালন করা হচ্ছে। প্রতিটি গরুর মাথার ওপর ফ্যান রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। মলমূত্র সহজে পরিষ্কার করা যায়।

শিথুলের বাবা মো. জুয়েল হাওলাদার বলেন, ‘আমি খামারটা করি গত ২০১৯ সালের নভেম্বরে। করোনার মধ্যে বাড়িতে থাকা অবস্থায় চিন্তা করলাম কী করা যায়। তখন সিদ্ধান্ত নিলাম গরুর খামার দেওয়া যায়। আমার বড় ছেলের গরুর প্রতি আগ্রহ অনেক। তাই একটা ছোট্ট পরিসরে খামার তৈরি করি। প্রথম বছর ১৭টি এবং দ্বিতীয়বার ৪০টি গরু বিক্রি করে লাভবান হই। এবার ৫০টি গরু প্রস্তুত করছি।’

উদ্যোক্তা শিথুল হাওলাদার বলেন, ‘মা-বাবা দুজনই গুরুত্ব দিয়েছেন আমার ইচ্ছাকে। তাই আমি আজ সফল উদ্যোক্তা।’

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সালাহউদ্দিন বলেন, ‘শিথুল হাওলাদার একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র। তিনি ২ বছর আগে ২১টি গরু দিয়ে একটি খামার শুরু করেন। গত কোরবানির ঈদে বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। এবার প্রায় ৫০টি গরু কোরবানির ঈদের জন্য প্রস্তুত করেছেন। তাঁকে দেখে যুবসমাজ এগিয়ে আসবে বলে আমি মনে করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত