বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
গরুর নাম ডন। এবার ঈদে সেই সাদা-কালো রঙের ডনের মূল্য ধরা হয়েছে ২০ লাখ টাকা। একই সঙ্গে এলাকায় গরুর মালিককে সবাই চেনে ডন মোস্তফা নামে। তাঁর আসল নাম মোস্তফা শেখ। তিনি উপজেলার ধাদুয়া গ্রামের ফেরদৌস শেখের ছেলে।
জানা যায়, মোস্তফা শেখ মাছের ব্যবসা করেন। এর পাশাপাশি গরুর খামার করাও তাঁর অনেক দিনের শখ। তাঁর খামারে রয়েছে ছোট-বড় বেশ কিছু হাইব্রিড জাতের গরু। ডন নামের গরুটি হলেস্টান ফ্রিজিয়ান জাতের। বয়স চার বছর। গরুর উচ্চতা ৬ ফিট, দৈর্ঘ্য সাড়ে ৮ মিটার। ডনের আনুমানিক ওজন প্রায় ৪০ মন হবে বলে দাবি করেন মালিক মোস্তফা শেখ।
মোস্তফা শেখ বলেন, ‘আমার খামারে অনেক গরু ছিল। কিন্তু করোনার কারণে গত দুই বছরে গরু ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তবে এবার ডন ২০ লাখ টাকায় বিক্রি করব বলে চিন্তাভাবনা করেছি।’
মোস্তফা শেখ আরও বলেন, ‘আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমার গরুটি পছন্দ করেন। তাহলে আমার মমতাময়ী মা আমাকে যে মূল্য দেবেন সেই মূল্যেই আমি তাঁর হাতে ডনকে তুলে দেব।
সরেজমিন গিয়ে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার সাত ইউনিয়নের ২৫১টি খামারে কোরবানি উপযোগী ষাঁড় রয়েছে ৮৯৫টি ও ছাগল ১৯৭ টি। এ ছাড়া ব্যক্তিগতভাবে অনেকেই কোরবানির জন্য পশু প্রস্তুত করেছেন। বিভিন্ন মহলের ধারণা, এলাকার পশু দিয়েই বটিয়াঘাটাবাসী কোরবানি করতে পারবেন। তাতে কোনো সংকট সৃষ্টি হবে না। উপরন্তু কিছু পশু উদ্বৃত্ত থাকতে পারে। এ ছাড়া এবার অন্য এলাকা থেকে কোনো কোরবানির পশু আমদানি করা হচ্ছে না। তবে এখনো উপজেলায় কোনো পশুর হাট বসেনি। কোরবানি করার আগ্রহীরা খামারে ও বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে পশু কেনার চেষ্টা করছেন।
গরুর নাম ডন। এবার ঈদে সেই সাদা-কালো রঙের ডনের মূল্য ধরা হয়েছে ২০ লাখ টাকা। একই সঙ্গে এলাকায় গরুর মালিককে সবাই চেনে ডন মোস্তফা নামে। তাঁর আসল নাম মোস্তফা শেখ। তিনি উপজেলার ধাদুয়া গ্রামের ফেরদৌস শেখের ছেলে।
জানা যায়, মোস্তফা শেখ মাছের ব্যবসা করেন। এর পাশাপাশি গরুর খামার করাও তাঁর অনেক দিনের শখ। তাঁর খামারে রয়েছে ছোট-বড় বেশ কিছু হাইব্রিড জাতের গরু। ডন নামের গরুটি হলেস্টান ফ্রিজিয়ান জাতের। বয়স চার বছর। গরুর উচ্চতা ৬ ফিট, দৈর্ঘ্য সাড়ে ৮ মিটার। ডনের আনুমানিক ওজন প্রায় ৪০ মন হবে বলে দাবি করেন মালিক মোস্তফা শেখ।
মোস্তফা শেখ বলেন, ‘আমার খামারে অনেক গরু ছিল। কিন্তু করোনার কারণে গত দুই বছরে গরু ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তবে এবার ডন ২০ লাখ টাকায় বিক্রি করব বলে চিন্তাভাবনা করেছি।’
মোস্তফা শেখ আরও বলেন, ‘আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমার গরুটি পছন্দ করেন। তাহলে আমার মমতাময়ী মা আমাকে যে মূল্য দেবেন সেই মূল্যেই আমি তাঁর হাতে ডনকে তুলে দেব।
সরেজমিন গিয়ে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার সাত ইউনিয়নের ২৫১টি খামারে কোরবানি উপযোগী ষাঁড় রয়েছে ৮৯৫টি ও ছাগল ১৯৭ টি। এ ছাড়া ব্যক্তিগতভাবে অনেকেই কোরবানির জন্য পশু প্রস্তুত করেছেন। বিভিন্ন মহলের ধারণা, এলাকার পশু দিয়েই বটিয়াঘাটাবাসী কোরবানি করতে পারবেন। তাতে কোনো সংকট সৃষ্টি হবে না। উপরন্তু কিছু পশু উদ্বৃত্ত থাকতে পারে। এ ছাড়া এবার অন্য এলাকা থেকে কোনো কোরবানির পশু আমদানি করা হচ্ছে না। তবে এখনো উপজেলায় কোনো পশুর হাট বসেনি। কোরবানি করার আগ্রহীরা খামারে ও বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে পশু কেনার চেষ্টা করছেন।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সরদারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও
২ ঘণ্টা আগে