Ajker Patrika

কাউনিয়ার ৩৭ মণের সুলতান দাম ১২ লাখ টাকা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৭: ৩৫
Thumbnail image

ঘরের ভেতর বিদ্যুতের আলোয় ঝিলিক দিচ্ছে গায়ের রং। ওজন তার ১ হাজার ৪৮০ কেজি বা ৩৭ মণ। উচ্চতা সাড়ে ৫ ফুট, দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট। বেঁধে রাখা হয়েছে চারটি দড়ি দিয়ে। তারপরও একটু নড়ে উঠলে বুকে কাঁপন ধরে।

বলছিলাম হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘সুলতান’র কথা। বিশাল দেহ আর বাদশাহি চালচলনের জন্য আদর করে তার এই নাম দিয়েছেন মালিক নুরল আমীন।

রংপুরের কাউনিয়া উপজেলার হরিচরণলস্কর বালাপাড়া গ্রামের কৃষক নুরলের বাড়িতে জন্ম সুলতানের। এটির বয়স এখন সাড়ে তিন বছর। এবার কোরবানির ঈদ উপলক্ষে গরুটি বিক্রি করা হবে। উপজেলার মধ্যে এটিই সবচেয়ে বড় গরু বলে দাবি নুরলের। তিনি সুলতানের দাম হেঁকেছেন ১২ লাখ টাকা।

সম্প্রতি মানস নদীর পাশে নুরলের বাড়িতে গিয়ে দেখা যায়, খামারে মোটা রশিতে সুলতানকে বেঁধে রাখা হয়েছে। গরুটির ওপরে চলছে একটি ফ্যান। তাকে দেখতে বিভিন্ন গ্রাম থেকে মানুষ ভিড় করেছে।

রংপুরের কাউনিয়ার হরিচরণলস্কর বালাপাড়া গ্রামে বিশাল আকৃতির ষাঁড় ‘সুলতান’র পরিচর্যা করছেন কৃষক নুরল আমীন

কৃষক নুরল জানান, প্রায় ১ হাজার ৪৮০ কেজি ওজনের গরুটি ফ্রিজিয়ান জাতের। এর খাদ্যতালিকায় রয়েছে আপেল, মাল্টা, কাঁচা ঘাস, খড়, গম, ধানের গুঁড়া, ভুসি, ভুট্টা ও খুদের ভাত। সব মিলিয়ে সুলতান প্রতিদিন প্রায় ৮০০ টাকার খাবার খায়। পরিবারের সদস্যের মতো করে গরুটি পালন করছেন।

নুরল বলেন, গরুটির পেছনে অনেক শ্রম ছাড়াও এখন পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। স্থানীয়ভাবে অনেক পাইকার এটির দাম ১০ লাখ টাকা পর্যন্ত বলছেন। তবে তিনি ১২ লাখ টাকায় বিক্রি করতে চাইছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত