কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ঘরের ভেতর বিদ্যুতের আলোয় ঝিলিক দিচ্ছে গায়ের রং। ওজন তার ১ হাজার ৪৮০ কেজি বা ৩৭ মণ। উচ্চতা সাড়ে ৫ ফুট, দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট। বেঁধে রাখা হয়েছে চারটি দড়ি দিয়ে। তারপরও একটু নড়ে উঠলে বুকে কাঁপন ধরে।
বলছিলাম হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘সুলতান’র কথা। বিশাল দেহ আর বাদশাহি চালচলনের জন্য আদর করে তার এই নাম দিয়েছেন মালিক নুরল আমীন।
রংপুরের কাউনিয়া উপজেলার হরিচরণলস্কর বালাপাড়া গ্রামের কৃষক নুরলের বাড়িতে জন্ম সুলতানের। এটির বয়স এখন সাড়ে তিন বছর। এবার কোরবানির ঈদ উপলক্ষে গরুটি বিক্রি করা হবে। উপজেলার মধ্যে এটিই সবচেয়ে বড় গরু বলে দাবি নুরলের। তিনি সুলতানের দাম হেঁকেছেন ১২ লাখ টাকা।
সম্প্রতি মানস নদীর পাশে নুরলের বাড়িতে গিয়ে দেখা যায়, খামারে মোটা রশিতে সুলতানকে বেঁধে রাখা হয়েছে। গরুটির ওপরে চলছে একটি ফ্যান। তাকে দেখতে বিভিন্ন গ্রাম থেকে মানুষ ভিড় করেছে।
কৃষক নুরল জানান, প্রায় ১ হাজার ৪৮০ কেজি ওজনের গরুটি ফ্রিজিয়ান জাতের। এর খাদ্যতালিকায় রয়েছে আপেল, মাল্টা, কাঁচা ঘাস, খড়, গম, ধানের গুঁড়া, ভুসি, ভুট্টা ও খুদের ভাত। সব মিলিয়ে সুলতান প্রতিদিন প্রায় ৮০০ টাকার খাবার খায়। পরিবারের সদস্যের মতো করে গরুটি পালন করছেন।
নুরল বলেন, গরুটির পেছনে অনেক শ্রম ছাড়াও এখন পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। স্থানীয়ভাবে অনেক পাইকার এটির দাম ১০ লাখ টাকা পর্যন্ত বলছেন। তবে তিনি ১২ লাখ টাকায় বিক্রি করতে চাইছেন।
ঘরের ভেতর বিদ্যুতের আলোয় ঝিলিক দিচ্ছে গায়ের রং। ওজন তার ১ হাজার ৪৮০ কেজি বা ৩৭ মণ। উচ্চতা সাড়ে ৫ ফুট, দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট। বেঁধে রাখা হয়েছে চারটি দড়ি দিয়ে। তারপরও একটু নড়ে উঠলে বুকে কাঁপন ধরে।
বলছিলাম হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘সুলতান’র কথা। বিশাল দেহ আর বাদশাহি চালচলনের জন্য আদর করে তার এই নাম দিয়েছেন মালিক নুরল আমীন।
রংপুরের কাউনিয়া উপজেলার হরিচরণলস্কর বালাপাড়া গ্রামের কৃষক নুরলের বাড়িতে জন্ম সুলতানের। এটির বয়স এখন সাড়ে তিন বছর। এবার কোরবানির ঈদ উপলক্ষে গরুটি বিক্রি করা হবে। উপজেলার মধ্যে এটিই সবচেয়ে বড় গরু বলে দাবি নুরলের। তিনি সুলতানের দাম হেঁকেছেন ১২ লাখ টাকা।
সম্প্রতি মানস নদীর পাশে নুরলের বাড়িতে গিয়ে দেখা যায়, খামারে মোটা রশিতে সুলতানকে বেঁধে রাখা হয়েছে। গরুটির ওপরে চলছে একটি ফ্যান। তাকে দেখতে বিভিন্ন গ্রাম থেকে মানুষ ভিড় করেছে।
কৃষক নুরল জানান, প্রায় ১ হাজার ৪৮০ কেজি ওজনের গরুটি ফ্রিজিয়ান জাতের। এর খাদ্যতালিকায় রয়েছে আপেল, মাল্টা, কাঁচা ঘাস, খড়, গম, ধানের গুঁড়া, ভুসি, ভুট্টা ও খুদের ভাত। সব মিলিয়ে সুলতান প্রতিদিন প্রায় ৮০০ টাকার খাবার খায়। পরিবারের সদস্যের মতো করে গরুটি পালন করছেন।
নুরল বলেন, গরুটির পেছনে অনেক শ্রম ছাড়াও এখন পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। স্থানীয়ভাবে অনেক পাইকার এটির দাম ১০ লাখ টাকা পর্যন্ত বলছেন। তবে তিনি ১২ লাখ টাকায় বিক্রি করতে চাইছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪