Ajker Patrika

৩০ মণ ওজনের ‘সেকেন্দার’

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৩০ মণ ওজনের ‘সেকেন্দার’

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামের মো. কোরবান সরকার পেশায় একজন কৃষক। কোরবানির ঈদ সামনে রেখে ‘অস্ট্রেলিয়ান ক্রস’ জাতের একটি গরু লালনপালন করেছেন। নাম রেখেছেন ‘সেকেন্দার’।

৩০ মণ ওজনের সেকেন্দার ইতিমধ্যে এলাকায় সাড়া ফেলেছে। গরুটির দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত এটিই শাহজাদপুর উপজেলায় সবচেয়ে বড় গরু। সাদা-কালো রঙের সেকেন্দারকে দেখতে প্রতিদিন শত শত মানুষ পুঠিয়া গ্রামে কোরবানের বাড়িতে ভিড় করছে।

গরুর মালিক কোরবান সরকার জানান, সেকেন্দারকে দেশীয় পদ্ধতিতে ছোলা, সবুজ ঘাস, খৈল, ভুসি, চিটাগুড়, ছোলা, গম, মসুর, কলাই, খেসারি, যব, ভুট্টাসহ কেমিক্যালমুক্ত খাবার খাইয়ে বড় করা হয়েছে। প্রতিদিন ৮০০ টাকার খাবার সেকেন্দারকে খাওয়ানো হয়। এ ছাড়া পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী গরুটির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ওষুধ খাওয়ানো হয়।

কোরবান সরকার আরও জানান, ‘সেকেন্দারকে বাড়ি থেকেই বিক্রি করব। তাই বিত্তশালীদের প্রতি আমার আবেদন, যেন গরুটির ন্যায্যমূল্য পাই।’

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরুটি লালনপালন করা হয়েছে। গরুটি অস্ট্রেলিয়ান 

ক্রস জাতের। এ জাতের গরু আমাদের দেশে এখন খামারিরা পালন করছেন। আমার জানামতে, এটি শাহজাদপুর উপজেলায় সবচেয়ে বড় গরু।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত