পাঁচ পা-ওয়ালা বাছুর দেখতে মানুষের ভিড়
দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নে কালেখার বেড় এলাকার ননী গাইনের বাড়িতে একটি গরু পাঁচ পাবিশিষ্ট এক বাছুরের জন্ম দিয়েছে। এ নিয়ে এলাকার মানুষের কৌতূহলের শেষ নেই। প্রতিদিন এই বাছুর দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষ। গরুর মালিক ননী গাইন বলেন, ‘বাপ-ঠাকুরদার আমল থেকে আমি গরু লালন-পালন করি। কিন্তু কখনো এমন হয়নি। পাঁচ