জিনগত পরিবর্তনে এশিয়ায় ভয়ংকর হয়ে উঠছে মশা, কাজ করছে না প্রচলিত কীটনাশক
গবেষণা থেকে কাসাই দেখতে পান, কিছু কিছু প্রজাতির মশার প্রতিরোধক্ষমতা আগের চেয়ে হাজার গুণ বেশি বেড়েছে। তিনি আরও দেখতে পান, আগে যেসব রাসায়নিক প্রয়োগ করলে প্রায় শতভাগ মশা মারা যেত, বর্তমানে মিউটেশনের কারণে সেই একই রাসায়নিক প্রয়োগে মাত্র ৭ শতাংশ মশা মারা যায়