জাপানে ১৮ বছর বয়সীদের অর্ধেকই বাবা হতে চান না: সমীক্ষা
এর মধ্য জাপানের সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ সম্প্রতি এক সমীক্ষায় জানিয়েছে, জাপানে বর্তমান বার্ষিক জন্মহার অব্যাহত থাকলে ২০০৫ সালে জন্ম নেওয়া নারীদের ৪২ শতাংশই হয়তো কখনো মা হবেন না। একই বছরে জন্ম নেওয়া পুরুষদের ক্ষেত্রে এই হার আরও বেশি, শতকরা ৫০ ভাগ।