চীনের সামরিক বাহিনীর গবেষকেরা দাবি করেছেন, তাঁরা লেজার অস্ত্র নির্মাণে এক যুগান্তকারী আবিষ্কার করেছেন। তাঁরা এমন একটি লেজার অস্ত্র আবিষ্কার করেছেন, যা দিয়ে যত দূরে খুশি এবং যতক্ষণ খুশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে। এতে অস্ত্রটি উত্তপ্ত হয়ে যাবে না বা কর্মদক্ষতা কমবে না। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের বিজ্ঞানবিষয়ক জার্নাল অ্যাক্টা অপটিকা সিনিকায় এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছেন দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির একদল গবেষক। তাঁদের দাবি, তাঁরা এমন একটি কুলিং সিস্টেম আবিষ্কার করেছেন, যা দিয়ে একটি লেজার গানকে যতক্ষণ খুশি ব্যবহার করা যাবে। দীর্ঘক্ষণ ব্যবহারেও এটি উত্তপ্ত হবে না।
গবেষকেরা নিবন্ধে লিখেছেন, ‘উচ্চশক্তির লেজার সিস্টেম পরিচালনা আরও মসৃণ করার ক্ষেত্রে এটি একটি বিশাল যুগান্তকারী আবিষ্কার।’ তাঁরা আরও লেখেন, ‘এর ফলে কেবল উচ্চশক্তির ও উচ্চ মানসম্পন্ন লেজার বিমই উৎপন্ন করা যাবে না, একই সঙ্গে তা যতক্ষণ খুশি ব্যবহার করা যাবে।’
গবেষকেরা বলেছেন, এই কুলিং সিস্টেম গ্যাসের প্রবাহকে নিয়ন্ত্রণের মাধ্যমে লেজার অস্ত্রের ভেতরে উৎপন্ন হওয়া তাপকে কমিয়ে ফেলে। পাশাপাশি অস্ত্রের কম্পন কমিয়ে কর্মদক্ষতা আরও বাড়িয়ে তোলে। এর ফলে লেজার অস্ত্র দিয়ে দীর্ঘক্ষণ একটানা কাজ চালিয়ে নেওয়া যাবে। এমনকি এই অস্ত্রের পাল্লা এবং শক্তিও বাড়ানো সম্ভব হবে।
এর আগে যুক্তরাষ্ট্র বেশ কয়েক দফা লেজার অস্ত্র পরীক্ষায় সফল হওয়ার পরও তা ব্যবহার থেকে বিরত রয়েছে। এ বিষয়ে চীনা গবেষকেরা বলেন, ‘এসব প্রকল্প বাতিল হওয়ার পেছনের কারণ হলো—তাঁরা (মার্কিনিরা) এসব অস্ত্র থেকে যতটা কার্যকারিতা প্রত্যাশা করেছিলেন, তা পাননি।’ চীনা গবেষকেরা জানান, ‘আপনি যখন অনেক দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চাইবেন, তখন আপনাকে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে লেজার অস্ত্র চালু রাখতে হবে। কিন্তু এই অস্ত্রগুলো উচ্চশক্তির হওয়ায় যে পথ দিয়ে লেজার গমন করে, সেখানকার আশপাশের বায়ুকে উত্তপ্ত করে তোলে, যা কিনা লেজারের গতিপথে বাধার সৃষ্টি করে। এর ফলে লেজারের গতিপথ বদলে যায়, কার্যকারিতা ও শক্তিমত্তা কমে যায় এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে কম নিখুঁত হয়।
কিন্তু চীনা গবেষকেরা এমন একটি কুলিং সিস্টেম আবিষ্কারের দাবি করেছেন, যার ফলে অস্ত্রের ভেতরে একধরনের ঠান্ডা গ্যাসের প্রবাহ থাকবে, যা লেজার বিমকে ঠান্ডা করবে এবং অস্ত্রের নির্গমন পথের কাচকে পরিষ্কার রাখে। বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁরা এরই মধ্যে এই প্রযুক্তি একাধিক লেজার অস্ত্রে ব্যবহার করে সফল হয়েছেন।
চীনের সামরিক বাহিনীর গবেষকেরা দাবি করেছেন, তাঁরা লেজার অস্ত্র নির্মাণে এক যুগান্তকারী আবিষ্কার করেছেন। তাঁরা এমন একটি লেজার অস্ত্র আবিষ্কার করেছেন, যা দিয়ে যত দূরে খুশি এবং যতক্ষণ খুশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে। এতে অস্ত্রটি উত্তপ্ত হয়ে যাবে না বা কর্মদক্ষতা কমবে না। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের বিজ্ঞানবিষয়ক জার্নাল অ্যাক্টা অপটিকা সিনিকায় এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছেন দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির একদল গবেষক। তাঁদের দাবি, তাঁরা এমন একটি কুলিং সিস্টেম আবিষ্কার করেছেন, যা দিয়ে একটি লেজার গানকে যতক্ষণ খুশি ব্যবহার করা যাবে। দীর্ঘক্ষণ ব্যবহারেও এটি উত্তপ্ত হবে না।
গবেষকেরা নিবন্ধে লিখেছেন, ‘উচ্চশক্তির লেজার সিস্টেম পরিচালনা আরও মসৃণ করার ক্ষেত্রে এটি একটি বিশাল যুগান্তকারী আবিষ্কার।’ তাঁরা আরও লেখেন, ‘এর ফলে কেবল উচ্চশক্তির ও উচ্চ মানসম্পন্ন লেজার বিমই উৎপন্ন করা যাবে না, একই সঙ্গে তা যতক্ষণ খুশি ব্যবহার করা যাবে।’
গবেষকেরা বলেছেন, এই কুলিং সিস্টেম গ্যাসের প্রবাহকে নিয়ন্ত্রণের মাধ্যমে লেজার অস্ত্রের ভেতরে উৎপন্ন হওয়া তাপকে কমিয়ে ফেলে। পাশাপাশি অস্ত্রের কম্পন কমিয়ে কর্মদক্ষতা আরও বাড়িয়ে তোলে। এর ফলে লেজার অস্ত্র দিয়ে দীর্ঘক্ষণ একটানা কাজ চালিয়ে নেওয়া যাবে। এমনকি এই অস্ত্রের পাল্লা এবং শক্তিও বাড়ানো সম্ভব হবে।
এর আগে যুক্তরাষ্ট্র বেশ কয়েক দফা লেজার অস্ত্র পরীক্ষায় সফল হওয়ার পরও তা ব্যবহার থেকে বিরত রয়েছে। এ বিষয়ে চীনা গবেষকেরা বলেন, ‘এসব প্রকল্প বাতিল হওয়ার পেছনের কারণ হলো—তাঁরা (মার্কিনিরা) এসব অস্ত্র থেকে যতটা কার্যকারিতা প্রত্যাশা করেছিলেন, তা পাননি।’ চীনা গবেষকেরা জানান, ‘আপনি যখন অনেক দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চাইবেন, তখন আপনাকে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে লেজার অস্ত্র চালু রাখতে হবে। কিন্তু এই অস্ত্রগুলো উচ্চশক্তির হওয়ায় যে পথ দিয়ে লেজার গমন করে, সেখানকার আশপাশের বায়ুকে উত্তপ্ত করে তোলে, যা কিনা লেজারের গতিপথে বাধার সৃষ্টি করে। এর ফলে লেজারের গতিপথ বদলে যায়, কার্যকারিতা ও শক্তিমত্তা কমে যায় এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে কম নিখুঁত হয়।
কিন্তু চীনা গবেষকেরা এমন একটি কুলিং সিস্টেম আবিষ্কারের দাবি করেছেন, যার ফলে অস্ত্রের ভেতরে একধরনের ঠান্ডা গ্যাসের প্রবাহ থাকবে, যা লেজার বিমকে ঠান্ডা করবে এবং অস্ত্রের নির্গমন পথের কাচকে পরিষ্কার রাখে। বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁরা এরই মধ্যে এই প্রযুক্তি একাধিক লেজার অস্ত্রে ব্যবহার করে সফল হয়েছেন।
সব ধরনের বিবাহের জন্য ডেনমার্ক ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো নয়। তারা জন্ম সনদ বা অবিবাহিত থাকার প্রমাণ চায় না। ডেনমার্কে বিয়ের জন্য শুধু একটি সার্টিফিকেট দরকার হয়। এটি পেলে চার মাসের মধ্যে ডেনমার্ক সরকার বিয়ের অনুমতি দেয়। কিছু ক্ষেত্রে, যদি ডিভোর্সের কাগজপত্র পরিষ্কার না হয়, তবে কর্মকর্তারা একটি
৭ মিনিট আগেখামেনি বলেন, ‘এই ১২ দিনের যুদ্ধে ইরান অনেক বড় সম্মান অর্জন করেছে, যা সারা বিশ্ব এখন মেনে নিচ্ছে। এর মাধ্যমে ইরান বিশ্বকে তার অদম্য শক্তি, ধৈর্য ও ইচ্ছাশক্তি দেখিয়েছে। সবাই এখন বুঝতে পারছে, বিশ্বমঞ্চে ইরানের শক্তি কতটা।’
৩৫ মিনিট আগেচীনের তিয়ানজিন শহরের এক পরিবারে ৩০ লাখ ইউয়ান (৫ কোটি ১৬ লাখের বেশি টাকা) মূল্যের সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে উত্তপ্ত আইনি লড়াই এক নাটকীয় মোড় নিয়েছে। এই বিবাদের একপর্যায়ে তারা জানতে পারেন—তাদের কেউই আসলে মৃত বাবা-মায়ের জৈবিক সন্তান নন।
১ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির উচ্চপদস্থ কর্মকর্তা কিম ইয়ো জং বলেছেন, উত্তর কোরিয়া একটি স্থায়ী পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রকে তা স্বীকৃতি দিতে হবে।
২ ঘণ্টা আগে