Ajker Patrika

যুক্তরাষ্ট্রের সিমন ইউনিভার্সিটিতে বিনা খরচে পড়াশোনার আকর্ষণীয় সুযোগ

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৭: ০৫
যুক্তরাষ্ট্রের সিমন ইউনিভার্সিটিতে বিনা খরচে পড়াশোনার আকর্ষণীয় সুযোগ

বিনা খরচে বিদেশিদের পড়াশোনার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের সিমন ইউনিভার্সিটি। কোটজেন স্কলারশিপ নামে বৃত্তির আরো থাকছে বার্ষিক ৩ হাজার গবেষণা তহবিল। আগ্রহীদের জন্য আকর্ষণীয় খবর হলো, আবেদনকারীদের ৮০ শতাংশের বেশি এই বৃত্তির সুযোগ পান। 

বিশ্ববিদ্যালয়টির পাঠ্যক্রমে নারীদের জন্য বিশেষ আন্ডারগ্রাজুয়েট কর্মসূচি ও স্নাতক পর্যায়ে সহশিক্ষা কার্যক্রম রয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে।

২০২৩–২০২৪ সেশনে কোটজেন স্কলারশিপের জন্য আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর। কোর্সের ফি থেকে শুরু করে থাকা-খাওয়া, যাতায়াতসহ প্রয়োজনীয় সব খরচ দেওয়া হবে এই বৃত্তির মাধ্যমে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে অধ্যয়ন, গবেষণার জন্য ৩ হাজার ডলার পাওয়া যাবে। 

আবেদনের যোগ্যতা 

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
  •  শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। ইংরেজি ছাড়া অন্য ভাষাভাষীর জন্য টোফেল ও স্যাট বা এসিটি স্কোর হলেও চলবে। এসিটি স্কোর ২৮ ও স্যাট স্কোর ১৩০০-এর বেশি থাকতে হবে।
  • প্রার্থীর জিপিএ কমপক্ষে ৩.৩ থাকতে হবে।
  •  শিক্ষার্থীদের শিক্ষাগত যোগত্যার সব সনদ দেখাতে হবে।

আবেদনের প্রক্রিয়া

  • আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত, স্কুল পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা জমা দিতে হবে।  
  • ৩ হাজার ডলার কীভাবে একাডেমিক কাজে ব্যবহার করবেন, সে বিষয়ে শিক্ষার্থীকে ২৫০ শব্দের মধ্য প্রবন্ধ লিখে পাঠাতে হবে।
  • ‘নেতা জন্ম নেন, তৈরি করা যায় না’—এর পক্ষে বা বিপক্ষে নিজের মতামত তুলে ধরে প্রবন্ধ পাঠাতে হবে। আনুষ্ঠানিক প্রবন্ধটি ৫০০ শব্দের বেশি হবে না। 
  • সব ডকুমেন্ট ‘কোটজেন অ্যাপ্লিকেশন’ উল্লেখ করে পিডিএফ বা ওয়ার্ড ফরম্যাটে পাঠাতে হবে।
  • বৃত্তির জন্য দুটি প্রবন্ধসহ জীবনবৃত্তান্ত, বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা এই ইমেইলে (ugadm@simmons. edu.) পাঠাতে হবে। 

সিমন্স ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। পোশাক প্রস্তুতকারক জন সিমন্স ১৮৯৯ সালে এটি প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়টির পুর্নগঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত