অতীতে বাংলাদেশে প্রায় ১৮৮ প্রজাতির অর্কিড পাওয়া যেত। কিন্তু জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিগত কয়েক দশকে অন্তত ৩২ প্রজাতির অর্কিড দেশ থেকে বিলীন হয়ে গেছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল জার্নাল অব ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে প্রকাশিত এক গবেষণা নিবন্ধ থেকে এই কথা জানা গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হুদার ২৩ বছরের গবেষণার ফল এ নিবন্ধ। মানবজীবনে অর্কিডের ভেষজ, কৃষিজ এবং শিল্পমূল্য বিবেচনার ভিত্তিতে গবেষক বলছেন, এই হারে অর্কিড বিলুপ্ত হয়ে যাওয়া বাংলাদেশের জন্য অবশ্যই আশঙ্কাজনক।
গবেষণায় অধ্যাপক কামরুল হুদা এতগুলো অর্কিড প্রজাতির বিলুপ্ত হয়ে যাওয়ার পেছনের কারণ হিসেবে প্রধান দুটি কারণ নির্দেশ করেছেন। প্রথমটি হলো—এসব অর্কিডের জন্মস্থল ধ্বংসকরণ এবং দ্বিতীয়টি হলো—মাত্রাতিরিক্ত আবাদ। তবে ঠিক কোনো সময়সীমার মধ্যে অর্কিড প্রজাতিগুলো বিলুপ্ত হয়েছে তা গবেষণায় নির্দিষ্ট করে বলা হয়নি। তবে সাধারণভাবে বলা হয়েছে যে, একুশ শতক পড়ার আগেই অর্থাৎ গত শতকেই অধিকাংশ অর্কিড বিলুপ্ত হয়ে গেছে।
অর্কিডের কেবল ভেষজ, কৃষিজ এবং শিল্পমূল্যই নেই, এর বাস্তুতান্ত্রিক মূল্যও রয়েছে। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক গাজী মোশারফ হোসাইন বলেন, ‘কোনো একটি বনে অর্কিডের উপস্থিতির মানে হলো—সেই বনের বাস্তুতন্ত্র স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশিরা এখনো অর্কিডকে কেবল সৌন্দর্যবর্ধনের উপকরণ হিসেবেই ভাবে।’
অধ্যাপক হোসাইন বলেন, ‘বাস্তুতন্ত্রে অর্কিডের পরিবেশগত ভূমিকা কখনোই সেভাবে বিবেচনা করা হয়নি বরং অধিকাংশ সময়ই এটিকে খুবই সামান্য এবং অপ্রয়োজনীয় উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বাস্তবিক পক্ষে অর্কিড অত্যন্ত উন্নত উদ্ভিদ যা পরাগায়নকারী পতঙ্গদের আকৃষ্ট করে। অর্কিড একটি বাস্তুতন্ত্রের স্বাস্থ্যের সূচক এবং তাদের উপস্থিতি বাস্তুতন্ত্র প্রাণবন্ত রয়েছে বলেই নির্দেশ করে।’
অর্কিডের অর্থনৈতিক মূল্যও রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুল বিভাগের প্রধান বিজ্ঞানী এস এম শরিফুজ্জামান বলেন, ‘অর্কিডের পরিবেশগত উপকারিতার পাশাপাশি তা অর্থনৈতিকভাবে লাভজনক। কিন্তু অর্কিড চাষ এখনো মানুষের মধ্যে জনপ্রিয় নয়। আমরা সেটা নিয়ে কাজ করছি। অর্কিডের বংশবৃদ্ধির জন্য গবেষণা চলছে, তবে বেশির ভাগ গবেষণা ব্যক্তিগত পর্যায়ে।’
কেবল বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই হুমকির মুখে অর্কিড। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) দেওয়া তথ্যানুসারে, বর্তমানে বিশ্বজুড়ে দেড় হাজারেরও বেশি অর্কিড প্রজাতি বিলুপ্তির ঝুঁকির মুখে রয়েছে।
অতীতে বাংলাদেশে প্রায় ১৮৮ প্রজাতির অর্কিড পাওয়া যেত। কিন্তু জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিগত কয়েক দশকে অন্তত ৩২ প্রজাতির অর্কিড দেশ থেকে বিলীন হয়ে গেছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল জার্নাল অব ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে প্রকাশিত এক গবেষণা নিবন্ধ থেকে এই কথা জানা গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হুদার ২৩ বছরের গবেষণার ফল এ নিবন্ধ। মানবজীবনে অর্কিডের ভেষজ, কৃষিজ এবং শিল্পমূল্য বিবেচনার ভিত্তিতে গবেষক বলছেন, এই হারে অর্কিড বিলুপ্ত হয়ে যাওয়া বাংলাদেশের জন্য অবশ্যই আশঙ্কাজনক।
গবেষণায় অধ্যাপক কামরুল হুদা এতগুলো অর্কিড প্রজাতির বিলুপ্ত হয়ে যাওয়ার পেছনের কারণ হিসেবে প্রধান দুটি কারণ নির্দেশ করেছেন। প্রথমটি হলো—এসব অর্কিডের জন্মস্থল ধ্বংসকরণ এবং দ্বিতীয়টি হলো—মাত্রাতিরিক্ত আবাদ। তবে ঠিক কোনো সময়সীমার মধ্যে অর্কিড প্রজাতিগুলো বিলুপ্ত হয়েছে তা গবেষণায় নির্দিষ্ট করে বলা হয়নি। তবে সাধারণভাবে বলা হয়েছে যে, একুশ শতক পড়ার আগেই অর্থাৎ গত শতকেই অধিকাংশ অর্কিড বিলুপ্ত হয়ে গেছে।
অর্কিডের কেবল ভেষজ, কৃষিজ এবং শিল্পমূল্যই নেই, এর বাস্তুতান্ত্রিক মূল্যও রয়েছে। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক গাজী মোশারফ হোসাইন বলেন, ‘কোনো একটি বনে অর্কিডের উপস্থিতির মানে হলো—সেই বনের বাস্তুতন্ত্র স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশিরা এখনো অর্কিডকে কেবল সৌন্দর্যবর্ধনের উপকরণ হিসেবেই ভাবে।’
অধ্যাপক হোসাইন বলেন, ‘বাস্তুতন্ত্রে অর্কিডের পরিবেশগত ভূমিকা কখনোই সেভাবে বিবেচনা করা হয়নি বরং অধিকাংশ সময়ই এটিকে খুবই সামান্য এবং অপ্রয়োজনীয় উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বাস্তবিক পক্ষে অর্কিড অত্যন্ত উন্নত উদ্ভিদ যা পরাগায়নকারী পতঙ্গদের আকৃষ্ট করে। অর্কিড একটি বাস্তুতন্ত্রের স্বাস্থ্যের সূচক এবং তাদের উপস্থিতি বাস্তুতন্ত্র প্রাণবন্ত রয়েছে বলেই নির্দেশ করে।’
অর্কিডের অর্থনৈতিক মূল্যও রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুল বিভাগের প্রধান বিজ্ঞানী এস এম শরিফুজ্জামান বলেন, ‘অর্কিডের পরিবেশগত উপকারিতার পাশাপাশি তা অর্থনৈতিকভাবে লাভজনক। কিন্তু অর্কিড চাষ এখনো মানুষের মধ্যে জনপ্রিয় নয়। আমরা সেটা নিয়ে কাজ করছি। অর্কিডের বংশবৃদ্ধির জন্য গবেষণা চলছে, তবে বেশির ভাগ গবেষণা ব্যক্তিগত পর্যায়ে।’
কেবল বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই হুমকির মুখে অর্কিড। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) দেওয়া তথ্যানুসারে, বর্তমানে বিশ্বজুড়ে দেড় হাজারেরও বেশি অর্কিড প্রজাতি বিলুপ্তির ঝুঁকির মুখে রয়েছে।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগেবর্ষার শুরু থেকেই ঢাকার বাতাস সহনীয় পর্যায়েই থাকছে। গত কয়েকদিনের ধারাবাহিকতার ব্যতয় হয়নি আজও। তবে, সহনীয় পর্যায়ে থাকলেও আজ সোমবার ঢাকার বাতাসে গতকালের তুলনায় বেশি ক্ষতিকর কণা পাওয়া গেছে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৯২।
১৬ ঘণ্টা আগে৪৪ বছরে অনিয়ন্ত্রিত নগরায়ণ, পরিকল্পনার অভাব ও সংশ্লিষ্টদের উদাসীনতা ঢাকার পরিবেশ বিপর্যয়কে অনিবার্য করে তুলেছে। এই সময়ে হারিয়ে গেছে প্রায় ৬০ শতাংশ জলাধার। ঢাকার জলাধার এখন আয়তনের ৪ দশমিক ৮ শতাংশ। তাপমাত্রা কমাতে জলাভূমি পুনরুদ্ধার করা জরুরি।
১ দিন আগেআজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ১৭৭, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মিশরের কায়রো ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে...
২ দিন আগে