খুলনায় সুপেয় পানির সংকটে ৩০ হাজার মানুষ, সুন্দরবনের সব পুকুরে ঢুকেছে নোনা পানি
চার দিকে অথই পানি, কিন্তু খাবার পানি নেই। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে খুলনা জেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসত ভিটা, ঘর, পুকুর ও নলকূপ। ফলে দেখা দিয়েছে খাবার পানির সংকট।