কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের এক পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার সকালে নবজাতকের পরিবারের পক্ষ থেকে কথা বলেন নবজাতকের চাচা সুজাউদ্দীন। তিনি আজকের পত্রিকাকে জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে আমার ছোট ভাই মো. নুরুজ্জামের স্ত্রী ডলি খাতুন নিজ বাড়িতে একটি পুত্র সন্তান প্রসব করেন। প্রসবের পর নবজাতক ও নবজাতকের মা দুজনই সুস্থ ছিল। পুত্র সন্তান জন্ম নেওয়ায় আমরা সকলেই খুব খুশি হয়েছিলাম। কিন্তু সে খুশি বেশি সময় স্থায়ী হলো না। ডাক্তারের ভুল চিকিৎসায় সব মুহূর্তেই শেষ হয়ে গেল।
তিনি আরও বলেন, গত শুক্রবার সকাল পাঁচটার দিকে আমার ভাতিজার শরীরে জ্বর দেখা দেয়। জ্বরের চিকিৎসার জন্য এলাকার নগেন্দ্র নাথ নামের এক হোমিওপ্যাথি চিকিৎসকের চিকিৎসা নেওয়া হয়। শারীরিক অবস্থার কোন পরিবর্তন না হলে ওই চিকিৎসককে বিষয়টি পুনরায় জানানো হলে, হোমিওপ্যাথি চিকিৎসক তাঁর ছেলে পল্লি চিকিৎসক দীলিপ মন্ডলকে আমার ভাতিজার চিকিৎসার জন্য পাঠান।
শারীরিক অবস্থা খারাপ দেখে সকাল সাড়ে সাতটার দিকে পল্লি চিকিৎসক দীলিপ মন্ডল আমার ভাতিজার শরীরে দুইটা ইনজেকশন পুস করে চলে যান। ইনজেকশন পুস করার পর সকাল ৮টার দিকে ওর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। অবস্থার অবনতির বিষয়টি দীলিপকে পুনরায় জানানো হলেও তাকে আর পাওয়া যায়নি। দীলিপ মন্ডলের চিকিৎসা না পেয়ে আমরা উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আংটিহার গ্রাম পর্যন্ত পৌঁছালে আমার ভাতিজার মৃত্যু হয়।
এ ব্যাপারে পল্লি চিকিৎসকের দীলিপ মন্ডল বলেন, ‘আমি অতিরিক্ত জ্বরের জন্য ট্রাজিট ১২৫ এম জির ২টা ইনজেকশন পুস করি। সম্ভবত নিউমোনিয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।’
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতকের মৃত্যু হয়েছে বিষয়টি জেনেছি। কিন্তু এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘নবজাতকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে। পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসার ব্যাপারে তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের এক পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার সকালে নবজাতকের পরিবারের পক্ষ থেকে কথা বলেন নবজাতকের চাচা সুজাউদ্দীন। তিনি আজকের পত্রিকাকে জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে আমার ছোট ভাই মো. নুরুজ্জামের স্ত্রী ডলি খাতুন নিজ বাড়িতে একটি পুত্র সন্তান প্রসব করেন। প্রসবের পর নবজাতক ও নবজাতকের মা দুজনই সুস্থ ছিল। পুত্র সন্তান জন্ম নেওয়ায় আমরা সকলেই খুব খুশি হয়েছিলাম। কিন্তু সে খুশি বেশি সময় স্থায়ী হলো না। ডাক্তারের ভুল চিকিৎসায় সব মুহূর্তেই শেষ হয়ে গেল।
তিনি আরও বলেন, গত শুক্রবার সকাল পাঁচটার দিকে আমার ভাতিজার শরীরে জ্বর দেখা দেয়। জ্বরের চিকিৎসার জন্য এলাকার নগেন্দ্র নাথ নামের এক হোমিওপ্যাথি চিকিৎসকের চিকিৎসা নেওয়া হয়। শারীরিক অবস্থার কোন পরিবর্তন না হলে ওই চিকিৎসককে বিষয়টি পুনরায় জানানো হলে, হোমিওপ্যাথি চিকিৎসক তাঁর ছেলে পল্লি চিকিৎসক দীলিপ মন্ডলকে আমার ভাতিজার চিকিৎসার জন্য পাঠান।
শারীরিক অবস্থা খারাপ দেখে সকাল সাড়ে সাতটার দিকে পল্লি চিকিৎসক দীলিপ মন্ডল আমার ভাতিজার শরীরে দুইটা ইনজেকশন পুস করে চলে যান। ইনজেকশন পুস করার পর সকাল ৮টার দিকে ওর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। অবস্থার অবনতির বিষয়টি দীলিপকে পুনরায় জানানো হলেও তাকে আর পাওয়া যায়নি। দীলিপ মন্ডলের চিকিৎসা না পেয়ে আমরা উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আংটিহার গ্রাম পর্যন্ত পৌঁছালে আমার ভাতিজার মৃত্যু হয়।
এ ব্যাপারে পল্লি চিকিৎসকের দীলিপ মন্ডল বলেন, ‘আমি অতিরিক্ত জ্বরের জন্য ট্রাজিট ১২৫ এম জির ২টা ইনজেকশন পুস করি। সম্ভবত নিউমোনিয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।’
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতকের মৃত্যু হয়েছে বিষয়টি জেনেছি। কিন্তু এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘নবজাতকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে। পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসার ব্যাপারে তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখল ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় স্থানীয় জাফর ও কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ
২২ মিনিট আগেখুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগেকুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৯ মিনিট আগেমুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে যুবদলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
১ ঘণ্টা আগে