Ajker Patrika

জমির বিরোধে দোকান ভাঙচুর প্রতিপক্ষের

কয়রা প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৫: ৫৯
জমির বিরোধে দোকান ভাঙচুর প্রতিপক্ষের

খুলনার কয়রায় মহারাজপুর ইউনিয়নের জয়পুর গ্রামের ৫০ বছরের বেশি ভোগ দখলিয় সম্পত্তির মালিকানা নিয়ে একই এলাকার দুই পক্ষের মধ্যে চরম দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে প্রতিপক্ষ জমিতে অবস্থিত একটি দোকান ভাঙচুর করে এবং দোকানের সরঞ্জামাদি ও মালামাল নষ্ট করেছে। দোকান ভাঙচুরের খবর পেয়ে অপরপক্ষ ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ জানানোর পরে কয়রা থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা জেলার মহারাজপুর ইউনিয়নের জয়পুর মৌজার দীর্ঘদিন ভোগ দখলিয় একটি সম্পত্তি পৈতৃক সূত্রে পেয়ে ৯ থেকে ১০ বছর জিয়াউর রহমান জমির একটি অংশে বসবাস করার উদ্দেশ্যে বালি ভরাট করে, টিউবওয়েল বসায় ও সামনে দুই কক্ষ বিশিষ্ট একটি দোকান ঘর তৈরি করে এবং বাকি জমিতে মাছের চাষ করেন। বেশ কিছুদিন ধরে একই এলাকার সিদ্দিক মালি গং ওই জমির মালিকানার দাবি তুলে কাজে বাধা প্রয়োগ করে এবং কয়রা সহকারী জজ আদালতে মামলা করেন। এদিকে জোর করে জমি দখল করার শঙ্কায় কয়রা থানায় জিডি করেন জিয়াউর রহমান। ২৭ সেপ্টেম্বর জিয়াউর পুনরায় দোকানটি চালু ও ঘেরের রাস্তা মেরামত করেন। পরের দিন সকালে শাহ আলমেরা দলবদ্ধভাবে এসে দোকানে ভাঙচুর করে। এ ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ হওয়ার শঙ্কা রয়েছে বলে এলাকাবাসী জানান।

প্রতিপক্ষের ইউসুফ মালি বলেন, জায়গাটা আমাদের। আদালতে মামলা চলমান। শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য থানা থেকে দোকানটি তালা দিয়ে রাখে। কিন্তু জিয়াউর সোমবার সেই তালা ভেঙে ঘরে ঢুকে নতুন তালা মারে। এ জন্য আমরা মঙ্গলবার দিন সেই তালা ভেঙে দিয়েছি। আমরা কোন মালামাল নষ্ট করেনি। এ ব্যাপারে কয়রা থানা-পুলিশের এস আই শাহজাহান এ প্রতিবেদককে বলেন, জায়গা জমির বিরোধের জের ধরে একটি চায়ের দোকান ভাঙচুরের সত্যতা পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত