Ajker Patrika

কয়রায় বিনা মূল্যে অক্সিজেন–সেবা চালু

প্রতিনিধি, কয়রা (খুলনা) 
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১২: ১৯
কয়রায় বিনা মূল্যে অক্সিজেন–সেবা চালু

খুলনার কয়রা উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিনা মূল্যে অক্সিজেন–সেবা চালু করা হয়েছে। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত উদ্যোগে এই সেবা চালু করা হয়।

গতকাল বুধবার বিকেল ৬টায় কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে `আক্তারুজ্জামান অক্সিজেন ব্যাংক'–এর শুভ উদ্বোধন করেন এমপি আক্তারুজ্জামান বাবু। 

এমপি জানান, অক্সিজেন ব্যাংক থেকে করোনায় আক্রান্ত রোগীরা বিনা মূল্যে সেবা নিতে পারবে। অক্সিজেনের অভাবে যেন কোনো রোগীর মৃত্যু না হয়, এ জন্যই তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন ব্যাংক চালু করেছেন। যত দিন করোনার সংক্রমণ থাকবে, কয়রা-পাইকগাছা থেকে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানান তিনি। 

সাংসদ বাবু আরও জানান, করোনায় আক্রান্ত কোনো রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে হ লাইনে ফোন করলে স্বল্প সময়ের মধ্যে রোগীর কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। করোনার এ দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের জন্য অক্সিজেন অতি জরুরি। মানুষের জীবনসংকটে মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ। ভবিষ্যতে এর পরিধি বাড়ানো হবে। 

উপজেলা যুবলীগের নেতা অ্যাডভোকেট আরাফাত হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলামসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত