Ajker Patrika

কয়রায় বিষ প্রয়োগে ধরা ১৪০ কেজি চিংড়িসহ গ্রেপ্তার ১

কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় বিষ প্রয়োগে ধরা ১৪০ কেজি চিংড়িসহ গ্রেপ্তার ১

খুলনার কয়রায় সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে ধরা চিংড়ি মাছসহ সিরাজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা কয়রার দালাল বাড়ির মোড় থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিষ প্রয়োগে ধরা  ১৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম উপজেলার মদিনাবাদ গ্রামের ছবেদ আলীর ছেলে। 

কয়রা থানা সূত্রে জানা যায়,  অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেনের নির্দেশে এস আই মো. সোহাইল তাঁর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় কয়রার মদিনাবাদ গ্রামের দালাল বাড়ির মোড়ে বিষ প্রয়োগে ধরা ১৪৫ কেজি চিংড়ি মাছসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

কয়রা থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে চিংড়ি মাছ ধরার অপরাধে সিরাজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত