Ajker Patrika

কয়রায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কয়রা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৫: ০৬
কয়রায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কয়রায় রাতের আঁধারে গলায় ফাঁস দিয়ে সনোত মন্ডল (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় উপজেলার মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ মঠবাড়ী গ্রামের দোল মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। সনোত দক্ষিণ মঠবাড়ী গ্রামের ভুবন মন্ডলের ছোট ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অভাব-অনটনের কারণে ঘটনার দিন গভীর রাতে আনুমানিক ৩টার সময় ঘুম থেকে উঠে শাকবাড়িয়া নদীতে মাছ ধরতে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান সনোত। মঙ্গলবার সকালে তাঁর নিজ ঘরের পাশে রাস্তার ধারে শজনেগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে মঠবাড়ী ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থলে এসে মরদেহ গাছ থেকে নিচে নামান। 

মঠবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইব্রাহিম হোসেন বলেন,  ধারণা করা হচ্ছে, অভাব-অনাটনের কারণে আত্মহত্যা করেছেন। তবে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তে জন্য খুমেক হাসপাতালে পাঠানো হবে। 

কায়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠাব হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত