প্রতিনিধি
খুলনা: চার দিকে থই থই পানি, কিন্তু খাওয়ার পানি নেই। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে খুলনা জেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতভিটা, ঘর, পুকুর ও নলকূপ। এতে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি পশু-পাখির সুপেয় পানিরও সংকট দেখা দিয়েছে সুন্দরবনে। খাওয়ার পানি সংগ্রহের জন্য এ অঞ্চলের বাসিন্দাদের যেতে হচ্ছে অনেক দূরে। সুন্দরবনের পশু-পাখিরাও পড়েছে সুপেয় পানির সংকটে।
গত মঙ্গলবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে খুলনার কয়রা উপজেলার পাঁচটি ইউনিয়ন, পাইকগাছার একটি, দাকোপের দুটি ও ডুমুরিয়ার একটি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।
দশালিয়া গ্রামের নার্গিস আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, নদীর পানিতে আমাদের ঘর–বাড়ি ও পুকুর তলিয়ে গেছে। পুকুরের পানি দৈনন্দিন কাজে ব্যবহার করতাম। আর খাবার পানি সংগ্রহ করতাম পাশের বাড়ির নলকূপ থেকে। কিন্তু সেই নলকূপ এখন পানির নিচে। এখন খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে পাশের গ্রাম থেকে।
এ দিকে কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, পানিবন্দী এলাকায় পানির কোনো সংকট নেই। আছে সুপেয় পানির সংকট। সুপেয় পানির সংকটে মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে।
এদিকে জেলা প্রশাসক মো. হেলাল হোসেন বলেন, পানিবন্দী এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে ইয়াসের প্রভাবে লবণাক্ত পানিতে তলিয়ে গেছে সুন্দরবন। ফলে এখানেও দেখা দিয়েছে পশু-পাখির সুপেয় পানির সংকট। তবে বন্যপ্রাণীরা উঁচু স্থানে আশ্রয় নেওয়ায় তাদের মৃত্যু কম হয়েছে বলে জানান বনকর্মীরা।
সুন্দরবন পশ্চিম বিভাগের কর্মকর্তা আবু নাসের মোহসীন হোসেন বলেন, বনের পশ্চিম অংশের ৫৪টি পুকুরের মধ্যে ৫৩ টিতে নোনা পানি ঢুকেছে। ফলে পশুপাখিরাও সুপেয় পানির সংকটে পড়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ভারী বৃষ্টি, জোয়ার ও পানি বৃদ্ধির কারণে পূর্ব সুন্দরবনের ১৯টি জেটি, ছয়টি ট্রলার, দুটি গোলঘর, একটি ফুট রেল, একটি ওয়াচ টাওয়ার, চারটি স্টাফ ব্যারাক, একটি রেস্ট হাউস ও দুটি অফিসের রাস্তার ক্ষতি হয়েছে। অন্যদিকে নয়টি মিঠাপানির পুকুরে লবণাক্ত পানি ঢুকেছে।
খুলনা: চার দিকে থই থই পানি, কিন্তু খাওয়ার পানি নেই। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে খুলনা জেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতভিটা, ঘর, পুকুর ও নলকূপ। এতে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি পশু-পাখির সুপেয় পানিরও সংকট দেখা দিয়েছে সুন্দরবনে। খাওয়ার পানি সংগ্রহের জন্য এ অঞ্চলের বাসিন্দাদের যেতে হচ্ছে অনেক দূরে। সুন্দরবনের পশু-পাখিরাও পড়েছে সুপেয় পানির সংকটে।
গত মঙ্গলবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে খুলনার কয়রা উপজেলার পাঁচটি ইউনিয়ন, পাইকগাছার একটি, দাকোপের দুটি ও ডুমুরিয়ার একটি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।
দশালিয়া গ্রামের নার্গিস আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, নদীর পানিতে আমাদের ঘর–বাড়ি ও পুকুর তলিয়ে গেছে। পুকুরের পানি দৈনন্দিন কাজে ব্যবহার করতাম। আর খাবার পানি সংগ্রহ করতাম পাশের বাড়ির নলকূপ থেকে। কিন্তু সেই নলকূপ এখন পানির নিচে। এখন খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে পাশের গ্রাম থেকে।
এ দিকে কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, পানিবন্দী এলাকায় পানির কোনো সংকট নেই। আছে সুপেয় পানির সংকট। সুপেয় পানির সংকটে মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে।
এদিকে জেলা প্রশাসক মো. হেলাল হোসেন বলেন, পানিবন্দী এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে ইয়াসের প্রভাবে লবণাক্ত পানিতে তলিয়ে গেছে সুন্দরবন। ফলে এখানেও দেখা দিয়েছে পশু-পাখির সুপেয় পানির সংকট। তবে বন্যপ্রাণীরা উঁচু স্থানে আশ্রয় নেওয়ায় তাদের মৃত্যু কম হয়েছে বলে জানান বনকর্মীরা।
সুন্দরবন পশ্চিম বিভাগের কর্মকর্তা আবু নাসের মোহসীন হোসেন বলেন, বনের পশ্চিম অংশের ৫৪টি পুকুরের মধ্যে ৫৩ টিতে নোনা পানি ঢুকেছে। ফলে পশুপাখিরাও সুপেয় পানির সংকটে পড়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ভারী বৃষ্টি, জোয়ার ও পানি বৃদ্ধির কারণে পূর্ব সুন্দরবনের ১৯টি জেটি, ছয়টি ট্রলার, দুটি গোলঘর, একটি ফুট রেল, একটি ওয়াচ টাওয়ার, চারটি স্টাফ ব্যারাক, একটি রেস্ট হাউস ও দুটি অফিসের রাস্তার ক্ষতি হয়েছে। অন্যদিকে নয়টি মিঠাপানির পুকুরে লবণাক্ত পানি ঢুকেছে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখল ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় স্থানীয় জাফর ও কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ
১৯ মিনিট আগেখুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগেকুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৬ মিনিট আগেমুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে যুবদলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
১ ঘণ্টা আগে