Ajker Patrika

বাঁশখালীতে মাদকের টাকার জন্য ছেলের কোপে বাবা নিহত

চট্টগ্রাম সংবাদদাতা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযুক্ত ছেলে তপন রুদ্রকে (২০) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তপন রুদ্র স্থানীয় মিয়ার দোকানে একটি সেলুন চালাতেন। কিছুদিন আগে দোকান হারিয়ে বেকার হয়ে পড়েন তিনি। এরপর তিনি মাদকাসক্ত হয়ে পড়লে পরিবারে অভাব আরও বেড়ে যায়।

ঘটনার দিন সন্ধ্যায় তপন তাঁর বাবার কাছে টাকা চান। কিন্তু বাবা দুলাল রুদ্র টাকা দিতে রাজি না হওয়ায় বাবা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তপন ধারালো দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুলাল রুদ্রকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয়রা ছেলেকে ধরে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত