Ajker Patrika

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এল যুবকের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় সমুদ্রসৈকত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে মেরিন ড্রাইভের ইনানী-পাটুয়ারটেক সৈকতে মরদেহটি ভেসে আসে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ি মরদেহটি উদ্ধার করেছে। নিহত যুবকের বয়স ৩০ বছরের মতো।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁর মুখে তিনটি ক্ষতচিহ্ন রয়েছে। তিনি জানান, সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত