কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লারচর এলাকায় একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে আবুল হাশেম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে পাঁচ ডাকাতকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পাটধা কাঠালিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সেলিম মিয়া, করিমগঞ্জ উপজেলার চরকুরুমসি গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান, নরসিংদীর মাধবদী উপজেলার বালাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আসলাম, একই উপজেলার পাইকারচর ইউনিয়নের সাগরদী গ্রামের বাছেরের ছেলে সবুজ ও শিবপুর উপজেলার দক্ষিণ সাদারচর গ্রামের দিরুল ইসলামের ছেলে আল আমিন মিয়া।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার আগের দিন বিকেলে সবুজ নামের এক ব্যক্তি বাড়ির নিচতলা ভাড়া নিতে আসেন। তিনি বাড়ি দেখে যাওয়ার পর রাতে ফোন করে বলেন, বাসা ভাড়া নিতে প্রস্তুত এবং প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে এনেছেন। তখন পরিবারের পক্ষ থেকে তাঁকে পরদিন সকালে আসতে বলা হয়।
সেদিন রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে নিচতলার কেচিগেটের তালা ভেঙে এবং দোতলার দরজার লক ভেঙে ৮-১০ জনের ডাকাতদল বাড়িতে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে।
ডাকাতেরা প্রথমেই গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এরপর পরিবারের সদস্যদের অস্ত্র ঠেকিয়ে আরও দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৪২ হাজার টাকা এবং ১৫ হাজার টাকা দামের একটি অ্যান্ড্রয়েড ফোন লুট নেয়।
আবুল হাশেম মাস্টারের ছেলে মিজানুর রহমান বলেন, ‘সবুজ নামের লোকটা আমার এলাকায় জাহিদ চাচার পরিচয় দিয়ে এসেছিল। বাসাভাড়া দেখতে এলে গোটা বাসার খুঁটিনাটি দেখে নেয়। রাতে তারা যেভাবে হিংস্রভাবে আচরণ করেছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না।’
ডাকাতের দল বাসা থেকে বেরিয়ে গেলে মিজানুর রহমান চিৎকার করে ‘ডাকাত ডাকাত’ বলে আশপাশের লোকজনকে ডাকেন। স্থানীয়রা ছুটে এসে ধাওয়া দিলে ডাকাতের দল দুই ভাগে বিভক্ত হয়ে পালাতে চেষ্টা করে। এ সময় পাঁচজন ধরা পড়ে এবং গণপিটুনির শিকার হয়।
মিজানুর বলেন, ‘আমার ছেলে নিজেই বলেছে—আব্বা, এই লোকটাই বিকেলে বাসা ভাড়া নিতে এসেছিল।’
আহত ডাকাতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মফিজুর রহমান বলেন, ‘একজনকে রিলিজ দেওয়া হয়েছে, একজন অবজারভেশনে আছে এবং বাকিদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লারচর এলাকায় একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে আবুল হাশেম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে পাঁচ ডাকাতকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পাটধা কাঠালিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সেলিম মিয়া, করিমগঞ্জ উপজেলার চরকুরুমসি গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান, নরসিংদীর মাধবদী উপজেলার বালাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আসলাম, একই উপজেলার পাইকারচর ইউনিয়নের সাগরদী গ্রামের বাছেরের ছেলে সবুজ ও শিবপুর উপজেলার দক্ষিণ সাদারচর গ্রামের দিরুল ইসলামের ছেলে আল আমিন মিয়া।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার আগের দিন বিকেলে সবুজ নামের এক ব্যক্তি বাড়ির নিচতলা ভাড়া নিতে আসেন। তিনি বাড়ি দেখে যাওয়ার পর রাতে ফোন করে বলেন, বাসা ভাড়া নিতে প্রস্তুত এবং প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে এনেছেন। তখন পরিবারের পক্ষ থেকে তাঁকে পরদিন সকালে আসতে বলা হয়।
সেদিন রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে নিচতলার কেচিগেটের তালা ভেঙে এবং দোতলার দরজার লক ভেঙে ৮-১০ জনের ডাকাতদল বাড়িতে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে।
ডাকাতেরা প্রথমেই গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এরপর পরিবারের সদস্যদের অস্ত্র ঠেকিয়ে আরও দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৪২ হাজার টাকা এবং ১৫ হাজার টাকা দামের একটি অ্যান্ড্রয়েড ফোন লুট নেয়।
আবুল হাশেম মাস্টারের ছেলে মিজানুর রহমান বলেন, ‘সবুজ নামের লোকটা আমার এলাকায় জাহিদ চাচার পরিচয় দিয়ে এসেছিল। বাসাভাড়া দেখতে এলে গোটা বাসার খুঁটিনাটি দেখে নেয়। রাতে তারা যেভাবে হিংস্রভাবে আচরণ করেছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না।’
ডাকাতের দল বাসা থেকে বেরিয়ে গেলে মিজানুর রহমান চিৎকার করে ‘ডাকাত ডাকাত’ বলে আশপাশের লোকজনকে ডাকেন। স্থানীয়রা ছুটে এসে ধাওয়া দিলে ডাকাতের দল দুই ভাগে বিভক্ত হয়ে পালাতে চেষ্টা করে। এ সময় পাঁচজন ধরা পড়ে এবং গণপিটুনির শিকার হয়।
মিজানুর বলেন, ‘আমার ছেলে নিজেই বলেছে—আব্বা, এই লোকটাই বিকেলে বাসা ভাড়া নিতে এসেছিল।’
আহত ডাকাতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মফিজুর রহমান বলেন, ‘একজনকে রিলিজ দেওয়া হয়েছে, একজন অবজারভেশনে আছে এবং বাকিদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
২ মিনিট আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
৯ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
১২ মিনিট আগেরশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা আনোয়ার খান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাতের বেলায় পুরো রাস্তা অন্ধকারে থাকে। শীতের সময় কুয়াশা পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তাই দ্রুত সড়কবাতি স্থাপন করা প্রয়োজন।
৩৮ মিনিট আগে