লাঙল-জোয়াল থেকে রূপান্তরের কৃষি
কৃষি খাতে দেশের সাফল্য অনেক। ধান, গম ও ভুট্টায় বিশ্বের গড় উৎপাদনকে পেছনে ফেলে ক্রমেই এগিয়ে চলছে বাংলাদেশ। সবজি উৎপাদনে তৃতীয় আর চাল ও মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে চতুর্থ অবস্থানে। এ ছাড়া ছাগল উৎপাদনে বিশ্বে চতুর্থ, আমে সপ্তম, আলুতে অষ্টম, ফলে দশম এবং ফসলের জাত উদ্ভাবনে শীর্ষে বাংলাদেশ।