Ajker Patrika

মহম্মদপুরে সাড়ে পাঁচ সহস্রাধিক হেক্টর জমির ফসলের ক্ষতি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মহম্মদপুরে সাড়ে পাঁচ সহস্রাধিক হেক্টর জমির ফসলের ক্ষতি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বর্ষণে মাগুরার মহম্মদপুরের পাঁচ সহস্রাধিক হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ৮১৮ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ হাজার ৮৬৯ হেক্টর খেত।

এলাকাবাসীরা জানান, মসুর, সরিষা, পেঁয়াজ, রসুন, গম, খেসারি কলাই, মটর কলাই, কালোজিরা, ধনে, মরিচ, শাক-সবজি, বোরো বীজতলাসহ অন্যান্য ফসলের ক্ষতিতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। বিশেষ করে বোরো মৌসুমে ধান রোপণের জন্য আগাম প্রস্তুতি হিসেবে চারা উৎপাদনের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ২ হাজার ৭২৫ হেক্টর মসুরের মধ্যে সম্পূর্ণ ক্ষতি হয়েছে ৪০০ হেক্টর এবং আংশিক ক্ষতি হয়েছে ২ হাজার ৩২৫ হেক্টর জমি। ১ হাজার ৩৫৫ হেক্টর সরিষার মধ্যে সম্পূর্ণ ক্ষতি হয়েছে ১৫০ হেক্টর এবং আংশিক ক্ষতি হয়েছে ১ হাজার ২০৫ হেক্টর জমি। ২১৯ হেক্টর পেঁয়াজ-রসুনের মধ্যে ৬৫ হেক্টর সম্পূর্ণ এবং ১৫৪ হেক্টর জমি আংশিক ক্ষতি হয়েছে। ৩০২ হেক্টর গমের মধ্যে সম্পূর্ণ ক্ষতি ৩০ হেক্টর এবং ১০২ হেক্টরে আংশিক ক্ষতি হয়েছে। ৪১ হেক্টর খেসারি কলাইয়ের মধ্যে ৫ হেক্টরে সম্পূর্ণ ক্ষতি এবং ৩৬ হেক্টরে আংশিক ক্ষতি হয়েছে। ৭৫ হেক্টর মটর কলাইয়ের মধ্যে ৫ হেক্টরে সম্পূর্ণ ক্ষতি এবং আংশিক ক্ষতি হয়েছে ৬৬ হেক্টর।

 ৩০ হেক্টর কালো জিরার মধ্যে ৩ হেক্টরে সম্পূর্ণ এবং ২৭ হেক্টরে আংশিক ক্ষতি হয়েছে। ১০০ হেক্টর মরিচের মধ্যে সম্পূর্ণ ক্ষতি ১০ হেক্টর এবং আংশিক ক্ষতি ৯০ হেক্টর। ২৬৪ হেক্টর শাকসবজির মধ্যে ৫০ হেক্টর সম্পূর্ণ এবং ২১৪ হেক্টর আংশিক ক্ষতি হয়েছে। ১৫০ হেক্টর বোরো বীজতলার মধ্যে সম্পূর্ণ ক্ষতি ২৫ হেক্টর এবং আংশিক ক্ষতি ১২৫ হেক্টর জমি। এ ছাড়া অন্যান্য ফসল ৫০০ হেক্টরের মধ্যে সম্পূর্ণ ক্ষতি ৭৫ হেক্টর এবং আংশিক ক্ষতি হয়েছে ৪২৫ হেক্টর জমি।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. আব্দুস সোবাহান বলেন, দুর্যোগের কবলে পড়ে কৃষকদের বেশ বড় ধরনের ক্ষতি হয়ে গেল। কৃষি বিভাগের পক্ষ থেকে কীটনাশক ও বীজ বিতরণের জন্য তালিকা তৈরি করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত