Ajker Patrika

আদালত চত্বরেই সাক্ষীকে পেটাল আসামিপক্ষ

ঝালকাঠি প্রতিনিধি  
আহত আব্দুল মান্নান চুন্নু মৃধা। ছবি: আজকের পত্রিকা
আহত আব্দুল মান্নান চুন্নু মৃধা। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাক্ষী আব্দুল মান্নান চুন্নু মৃধা (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে আদালত চত্বরেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি।

চুন্নু মৃধা নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের সাবেক ইউপি সদস্য।

চুন্নু মৃধা জানান, আজ বেলা ২টার দিকে রুবেল গাজী হত্যা মামলায় সাক্ষ্য দিয়ে আদালত ভবন থেকে বের হওয়ার পরই তিনি হামলার শিকার হন। তাঁর গ্রামের অভিযুক্ত আসামি অহিদুল, সোহেল মাঝিসহ ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর হামলা করেন। হামলাকারীরা লোহার হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম পেটান। তাঁর মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত আদালত ভবনের ভেতরে এনে প্রাথমিক সেবা দেন। পরে পুলিশের সহায়তায় তাঁকে ঝালকাঠি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া প্রায় সম্পন্ন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ভুক্তভোগীর পরিবার জানায়, চুন্নু মৃধা ছিলেন রুবেল গাজী হত্যা মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী। এ কারণে তাঁকে অনেক দিন ধরেই হুমকি-ধমকি দিয়ে আসছেন আসামিরা। আদালতের মতো নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন হামলার ঘটনায় তাঁরা আতঙ্কিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত