রাজশাহী প্রতিনিধি
‘বাজার থেকে আনা শাকসবজি ও ফলমূলের সবই সতেজ নয়। সবকিছু আবার বিষমুক্তও নয়। এসব খাবারের কারণে নানা ধরনের রোগবালাই বাড়ছে। জটিল এসব রোগবালাই থেকে মুক্ত থাকা যেতে পারে বিষমুক্ত, সতেজ শাকসবজি ও ফলমূল খেয়ে। তাই গুরুত্ব দিতে হবে নগরকৃষিতে। নগরকৃষিই কমিয়ে আনতে পারে এসব জটিলতা।’
রাজশাহীতে ‘নগরে খাদ্যনিরাপত্তা ও নগরকৃষির সম্ভাবনা’ শীর্ষক এক বিভাগীয় পরামর্শ সভায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেছেন। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সভা হয়। সাংবাদিক ও সুধীজনদের নিয়ে বেসরকারি সংস্থা পরিবর্তন, খানি, প্রাণ ও অ্যাকশনএইড সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম কে নোমান। তিনি বলেন, নগরকৃষি মানে শুধু ছাদকৃষি নয়। বাড়ির ফাঁকা স্থানকেও কাজে লাগিয়ে শাকসবজির চাষও নগরকৃষি। প্রযুক্তি এখন মানুষকে গ্রাস করে ফেলেছে। মোবাইলের আসক্তি নানা রকম ক্ষতির কারণ হচ্ছে। এসব থেকে মুক্ত থাকতে হলে নগরকৃষিতে মনোযোগ দিতে হবে। এতে করে নগর সবুজায়ন হবে, নির্মল বাতাস পাওয়া যাবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দীপকেন্দ্রনাথ দাস বলেন, ‘এখনো সব মানুষ নগরকৃষির প্রয়োজনীয়তা বুঝতে পারছে না। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে মানুষকে বিষয়গুলো বোঝাতে হবে।।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘টেকসই উন্নয়ন মানে শুধু হাজার হাজার কোটি টাকার প্রকল্প আর উঁচু উঁচু ভবন নয়, আমাদের পুকুর, শিয়াল, কুকুর বাঁচিয়ে উন্নয়ন করাটাই টেকসই উন্নয়ন। কিন্তু এখন শহরে ফাঁকা জায়গা পাওয়া দুষ্কর। অথচ সিঙ্গাপুরের মতো একটা উন্নত শহরে ৭০ শতাংশ জমিতে বাগান। আমাদের রাজশাহীকেও পরিকল্পিতভাবে এগোতে হলে বাড়ির পাশে ফাঁকা জায়গা রাখতে হবে। সেখানে গাছপালা থাকবে, কৃষিপণ্য উৎপাদিত হবে। এ জন্য নগর কর্তৃপক্ষ আইন করতে পারে।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, গ্রীষ্মকালে ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসও উঠছে তাপমাত্রার পারদ। বহুতল ভবনগুলোর ওপরের বাসিন্দাদের বসবাস করতে তখন কষ্ট হয়। কিন্তু ছাদে বাগান থাকলে নিচের তাপমাত্রা অনেকটাই শীতল থাকে।
‘বাজার থেকে আনা শাকসবজি ও ফলমূলের সবই সতেজ নয়। সবকিছু আবার বিষমুক্তও নয়। এসব খাবারের কারণে নানা ধরনের রোগবালাই বাড়ছে। জটিল এসব রোগবালাই থেকে মুক্ত থাকা যেতে পারে বিষমুক্ত, সতেজ শাকসবজি ও ফলমূল খেয়ে। তাই গুরুত্ব দিতে হবে নগরকৃষিতে। নগরকৃষিই কমিয়ে আনতে পারে এসব জটিলতা।’
রাজশাহীতে ‘নগরে খাদ্যনিরাপত্তা ও নগরকৃষির সম্ভাবনা’ শীর্ষক এক বিভাগীয় পরামর্শ সভায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেছেন। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সভা হয়। সাংবাদিক ও সুধীজনদের নিয়ে বেসরকারি সংস্থা পরিবর্তন, খানি, প্রাণ ও অ্যাকশনএইড সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম কে নোমান। তিনি বলেন, নগরকৃষি মানে শুধু ছাদকৃষি নয়। বাড়ির ফাঁকা স্থানকেও কাজে লাগিয়ে শাকসবজির চাষও নগরকৃষি। প্রযুক্তি এখন মানুষকে গ্রাস করে ফেলেছে। মোবাইলের আসক্তি নানা রকম ক্ষতির কারণ হচ্ছে। এসব থেকে মুক্ত থাকতে হলে নগরকৃষিতে মনোযোগ দিতে হবে। এতে করে নগর সবুজায়ন হবে, নির্মল বাতাস পাওয়া যাবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দীপকেন্দ্রনাথ দাস বলেন, ‘এখনো সব মানুষ নগরকৃষির প্রয়োজনীয়তা বুঝতে পারছে না। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে মানুষকে বিষয়গুলো বোঝাতে হবে।।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘টেকসই উন্নয়ন মানে শুধু হাজার হাজার কোটি টাকার প্রকল্প আর উঁচু উঁচু ভবন নয়, আমাদের পুকুর, শিয়াল, কুকুর বাঁচিয়ে উন্নয়ন করাটাই টেকসই উন্নয়ন। কিন্তু এখন শহরে ফাঁকা জায়গা পাওয়া দুষ্কর। অথচ সিঙ্গাপুরের মতো একটা উন্নত শহরে ৭০ শতাংশ জমিতে বাগান। আমাদের রাজশাহীকেও পরিকল্পিতভাবে এগোতে হলে বাড়ির পাশে ফাঁকা জায়গা রাখতে হবে। সেখানে গাছপালা থাকবে, কৃষিপণ্য উৎপাদিত হবে। এ জন্য নগর কর্তৃপক্ষ আইন করতে পারে।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, গ্রীষ্মকালে ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসও উঠছে তাপমাত্রার পারদ। বহুতল ভবনগুলোর ওপরের বাসিন্দাদের বসবাস করতে তখন কষ্ট হয়। কিন্তু ছাদে বাগান থাকলে নিচের তাপমাত্রা অনেকটাই শীতল থাকে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫