Ajker Patrika

বাড়তে শুরু করেছে সব ধরনের খাদ্যদ্রব্যের দাম, বিপাকে সাধারণ মানুষ 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩: ১২
বাড়তে শুরু করেছে সব ধরনের খাদ্যদ্রব্যের দাম, বিপাকে সাধারণ মানুষ 

ময়মনসিংহে গত সপ্তাহের তুলনায় বেড়েছে পেঁয়াজ, আলু ও খাসির মাংসের দাম। কমেছে মাছ-মুরগির দাম। শুধু তাই নয়, সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৭০ টাকা থেকে কমে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে নতুন দেশি আলু বিক্রি হচ্ছে চড়া দামে। গতকাল শনিবার দুপুরে নগরীর ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

শম্ভুগঞ্জ মধ্যবাজার এলাকার আজাহার বাণিজ্যালয়ের বিক্রেতা আজাহারের সঙ্গে কথা হলে তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম বেড়েছে। দেশি পেঁয়াজ ১০ টাকা বেড়ে ৬০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৪৫ টাক, দেশি আলু ৫ টাকা বেড়ে ৩০ টাকা, হল্যান্ড আলু ৫ টাকা বেড়ে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে দেশি রসুন ৩৫ টাকা, ইন্ডিয়ান রসুন ১২০ টাকা, আদা ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। 

সপ্তাহের ব্যবধানে বেড়েছে খাসির মাংসের দামএকই বাজারের মুরগি বিক্রেতা সাখাওয়াত হোসেন রনি বলেন, গত সপ্তাহের তুলনায় সব ধরনের মুরগির দাম কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে দেশি মুরগির দাম। ব্রয়লার মুরগি ৫ টাকা কমে ১৪০ টাকা, সোনালি মুরগি ১০ টাকা কমে ২৬০ টাকা, সাদা কক ১০ টাকা কমে ২৪০ টাকা এবং দেশি মুরগি ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। 

মাংসমহালের মাংস বিক্রেতা সুলতান মিয়া বলেন, শীত আসায় বিয়ের অনুষ্ঠান বাড়ছে। তবে সেই তুলনায় খাসির আমদানি কম। তাই খাসির মাংসের দাম বেড়েছে। কিন্তু গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহে খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি মুরগির ডিম ৬০ টাকা, সোনালি মুরগির ডিম ৫০ টাকা, হাঁসের ডিম ৪৫ টাকা, ফার্মের মুরগির ডিম ৩৫ টাকা হালি বিক্রি হচ্ছে। 

সপ্তাহের তুলনায় সব প্রকার মুরগির দাম কমেছেএই বাজারের রাজলক্ষ্মী স্টোরের বিক্রেতা বুলানাথ দাস বলেন, সব ধরনের ডাল ও তেলের দাম স্থিতিশীল আছে। সয়াবিন তেল ১৬০ টাকা, পাম ওয়েল ১৪৫ টাকা, কোয়ালিটি ১৫০ টাকা, বোতলজাতকরণ সয়াবিন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে

বুলানাথ দাস আরও বলেন, দেশি মসুর ডাল ১৬০ টাকা, ইন্ডিয়ান মসুর ডাল ৯০ টাকা, মাষকলাই ১১০ টাকা, ভাঙা মাষকলাই ১৩০ টাকা, মুগডাল ১৪০ টাকা, ছোলা বুট ৭০ টাকা, মটর ডাল ১১০ টাকা, খেসারির ডাল ১৬০ টাকা, বুটের ডাল ৮০ টাকা, অ্যাংকর ৫০ টাকা, আটা প্যাকেট ৪০ টাকা, খোলা আটা ৩৫ টাকা, চিনি ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বেড়েছে সকলপ্রকার শাকসবজির দামসবজি বিক্রেতা রনি বলেন, সব ধরনের সবজির দাম কমেছে। দেশি নতুন আলু ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ৭০ টাকা থেকে কমে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া ফুলকপি ৩০ টাকা, চিচিঙ্গা ২০ টাকা, বেগুন ২০ টাকা, শিম ৪০ টাকা, নতুন হল্যান্ড আলু ৫০ টাকা, নতুন দেশি আলু ৮০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, মুলা ২০ টাকা, লেবু ১৫ টাকা, করলা ৫০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, পাকা টমেটো ১২০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ২০ টাকা, বরবটি ৫০ টাকা, কাঁচা কলা ২০ টাকা, পাতাকপি ৩০ টাকা, ধনেপাতা ৬০ টাকা,  ক্ষিরাই ৩০ টাকা, লাউ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা ও পেঁয়াজপাতা ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। 

শম্ভুগঞ্জ মাছমহালের মাছ বিক্রেতা সালাম বলেন, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কমেছে। পাঙাশ ১১০ টাকা, ছোট রাজপুঁটি ১৮০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, ছোট গইন্না মাছ ১৮০ টাকা, ছোট সিলভার কার্প ১২০ টাকা, ছোট কারপিও মাছ ২০০ টাকা, পাবদা-শোল-টাকি-শিং ৪০০ টাকা, ছোট দেশি পুঁটি ১৫০ টাকা, চিংড়ি মাছ ৫৫০ টাকা, ছোট মলা মাছ ২৫০ টাকা, পাঁচমিশালি গুঁড়া মাছ ২৫০ টাকা, চাপিলা মাছ ২০০ টাকা, রুই মাছ ২২০ টাকা, মৃগেল ১৮০ টাকা ও কাতল ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। 

সব প্রকার ডাল ও তেলের দাম স্থিতিশীল আছেক্রেতা উজ্জ্বল খান বলেন, `সবজির দাম কমলেও মাংসের বাজারে যাওয়া যায় না। আমাদের মতো সাধারণ মানুষের জন্য সবকিছু নাগালের বাইরে রয়েছে।'

আরেক ক্রেতা হাসিনা আজাদ বলেন, যত দিন যাচ্ছে পণ্যের দাম বাড়ছে। ভোজ্যতেলের দাম প্রতিনিয়ত বৃদ্ধির কারণে আমরা খুবই সমস্যায় আছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত